Tuesday, January 28, 2025
Homekolkata‘মমতার নামে অধীর যেভাবে ধারাবাহিক আক্রমণ করছেন তা বন্ধ হওয়া উচিত’! ‘ইন্ডিয়া’র...

‘মমতার নামে অধীর যেভাবে ধারাবাহিক আক্রমণ করছেন তা বন্ধ হওয়া উচিত’! ‘ইন্ডিয়া’র স্বার্থে প্রশ্ন তুললেন পওয়ার

প্রতিটি রাজ্যে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিকদের আসন সমঝোতার প্রশ্নে যে রাজ্যগুলি কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, তার মধ্যে রয়েছে বাংলাও। সেখানে তৃণমূল এবং কংগ্রেসকে অবশ্যই বসতে হবে আলোচনার টেবিলে।
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক তিক্ততা নিয়ে মুখ খুললেন শরদ পওয়ার। এনসিপি প্রধানের বক্তব্য, মমতাকে অধীর যে ভাষাতে আক্রমণ করছেন, তা ঠিক নয়।
রাজ্যে রাজ্যে বিরোধী জোট ইন্ডিয়া-র শরিকদের আসন সমঝোতার প্রশ্নে যে রাজ্যগুলি কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, তার মধ্যে রয়েছে বাংলাও। সেখানে তৃণমূল এবং কংগ্রেসকে বসতে হবে আলোচনার টেবিলে। যদিও এখনও পর্যন্ত তৃণমূল সূত্রের দাবি, দু’টির বেশি আসন কংগ্রেসকে ছাড়ার প্রশ্ন নেই।তৃণমূলের দীর্ঘদিনের অভিযোগ, কংগ্রেসের লোকসভার নেতা অধীর রঞ্জন কড়া ভাষায় বারবার আক্রমণ করছেন তৃণমূল নেত্রীকে। তৃণমূল বিভিন্ন ভাবে এই ক্ষোভ জানিয়েছে কংগ্রেস নেতৃত্বকে। এ বার সেই বিষয়টি নিয়েই মুখ খুলেছেন শরদ পওয়ার। তাঁর কথায়, “আমরা দেখছি মমতা ব্যানার্জী এবং অধীর চৌধুরীর সম্পর্ক ক্রমশ তিক্ত হচ্ছে। মমতাকে কুমন্তব্য করার বদ অভ্যাস রয়েছে অধীরের। এটা ঠিক নয়। এটা ওঁর বন্ধ করা উচিত।” এর পর ‘অশ্বথামা হত ইতি গজ’-র ঢংয়ে পওয়ার বলেন, “অবশ্য এতে বিরোধী জোট ইন্ডিয়া-র উপরে কোনও প্রভাব পড়বে না।”অধীরের বক্তব্য, ‘‘শরদ পওয়ারের যা মনে হয়েছে, বলেছেন। কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল আক্রমণকারী এবং কংগ্রেস আক্রান্ত। সুতরাং, আক্রমণকারীর সঙ্গে আক্রান্তের যে সম্পর্ক হওয়া উচিত, সেটা মেনেই এখানে আমরা চলছি। সর্বভারতীয় স্তরের কথা বলতে পারব না। বাংলার রাজনীতিতে যা বাস্তব, যা ঘটছে, সেই অনুযায়ীই কথা বলছি।’’সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মন্তব্য, ‘‘শরদ পওয়ার বড় নেতা। ওঁর ভাইপোর অংশ দল ভেঙে বিজেপির সঙ্গে চলে গিয়েছে। উনি ‘ইন্ডিয়া’ জোটে আছেন। শরদ পওয়ার যদি মনে করে থাকেন মমতা ব্যানার্জী ঠিক পথে চলেন, যথার্থই তিনি বিজেপির বিরোধী, তা হলে মমতার দলকে পওয়ার মহারাষ্ট্রে গোটা দুয়েক আসন ছেড়ে দিন!’’ তাঁর সংযোজন, ‘‘অধীর কী করবেন, তা নিয়ে আমরা মন্তব্য করতে পারব না। কিন্তু বাংলায় ঝালদা, রানিনগরে তৃণমূল যে বিরোধী-শূন্য মনোভাবের নমুনা দেখিয়ে চলেছে, সেটা অধীর জানেন। তাই তিনি প্রতিবাদ করেন।’’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular