Saturday, July 27, 2024
HomeWILDLIFEForest Officials Capture Bear from Locality ফের লোকালয় থেকে ভাল্লুক উদ্ধার

Forest Officials Capture Bear from Locality ফের লোকালয় থেকে ভাল্লুক উদ্ধার

 

আবার বানারহাট ব্লকের দূরামারী এলাকা থেকে ভাল্লুক উদ্ধার

সুপ্রিয় বসাক, ইন্ডিয়া নিউজ, জলপাইগুড়িঃ    মেটেলি পর মালবাজার,এবার আবার বানারহাট ব্লকের দূরামারী এলাকা থেকে ভাল্লুক উদ্ধার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বানারহাট ব্লকের চানাডিপা আলশিয়ার মোড় এলাকায়।রবিবার দুপুরে এই ঘটনাটি ঘটে। জানা যায় এদিন দুপুরে স্থানীয়রাই কালো একটি জন্তুকে জঙ্গলের দিকে ঢুকে পড়তে দেখে। তৎক্ষনাৎ স্থানীয়রাই বাঁশ ঝোপের ভেতরে থাকা ঐ জন্তকে ঘিরে ফেলে।স্থানীয়দের দাবি ঐ জন্তুটি ভাল্লুক।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমতে শুরু করে।কিছু যুবক ঐ এলাকাটিকে ঘিরে ফেলে যাতে ঐ জন্তুকে কেউ উত্যক্ত করতে না পারে।এদিকে ঘটনার খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে।বনকর্মীরা ঘটনাস্থলে পৌছালেই স্পষ্ট হয় ঐ জন্তুটি ভাল্লুক।বনকর্মীরা ঘটনাস্থলে পৌছে ঐ জন্তটির উপর জাল ফেলে দিয়ে আটক করে।এরপর ঘুমপাড়ানি গুলি করে সেটিকে উদ্ধার করে বলে জানা গিয়েছে।

বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় জানিয়েছেন, ব্ল্যাক বিয়ার প্রজাতির। সেটিকে উদ্ধার করা হয়েছে এবং সেটি মাঝ বয়সী।প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।এরপর উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশানুযায়ী সেটিকে জঙ্গলে ছাড়া হবে।
উল্লেখ্য, গত কয়েকদিন থেকে পার্শ্ববর্তী ডাউকিমারী এবং গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভাল্লুক উপস্থিতির দাবি করে ভাল্লুক আতঙ্ক সৃষ্টি হলেও পরবর্তীতে ভাল্লুকের দেখা মেলেনি।তবে এদিনের ঘটনায় এই এলাকায় যে ভাল্লুক ঢুকতে পারে তা নিয়ে সন্দেহ রইল না।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular