দীঘার পথে নয়ানজুলিতে বাস, মর্মান্তিক মৃত্যু ঘটল ৩ যাত্রীর
সোমবার রাতে দিঘা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় বাস ৷ দুর্ঘটনা ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন তিনজন ৷ কাঁথি মহকুমার পিছাবনী বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি ।
ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৮ জন ৷ তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা রয়েছেন ৮ জন যাত্রীর৷ সকলকে রাতেই কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাদের মধ্যে মৃত্যু হয় তিনজনের। মৃতেরা হলেন তপন কর, ইন্দ্রজিৎ পট্টনায়ক ও দীপঙ্কর মান্না।
রাতের অন্ধকারে ঘটনার পর ওই রাস্তায় যানজট তৈরি হয়।পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরিয়ে নিয়ে যায়।