Saturday, December 7, 2024
HomeদেশCongress can join tmc alliance in Goa : Mamata তৃণমূলের জোটে কংগ্রেসকে...

Congress can join tmc alliance in Goa : Mamata তৃণমূলের জোটে কংগ্রেসকে যোগ দেওয়ার ডাক

ইন্ডিয়া নিউজ বাংলা

তৃণমূলের জোটে কংগ্রেসকে যোগ দেওয়ার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় Congress can join tmc alliance in Goa : Mamata

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় তাঁর প্রথম জনসভাতে তৃমমূল কংগ্রেসর জোটে কংগ্রেসকে যোগ দেওয়ার জন্য  পরিস্কার বার্তা দিয়েছেবন। জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়,বলেন “আমরা একটি জোট করেছি এবং কংগ্রেস যদি আমাদের সাথে একসাথে কাজ করতে চাই তবে আমাদের সাথে আসুন।” এতে আমাদের কোনো সমস্যা নেই।”

গোয়ায় বিজেপির বিরুদ্ধে একসঙ্গে জোট করে  নির্বাচন লড়ার ওপর জোর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলতে চাই না। আমরা ইতোমধ্যে জোট করেছি, কিছু দল আমাদের সঙ্গে হাত মিলিয়েছে। কংগ্রেস যদি আমাদের সঙ্গে কাজ করতে চায়, তাহলে আমাদের সঙ্গে আসুন। এতে আমাদের কোনো সমস্যা নেই।”। তিন দিনের গোয়া সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে আজ ও গোয়ার এক এন সি পি বিধায়ক তৃমমূল কংগ্রেসে যোগ দিয়েছে। অন্যদিকে মমতা প্রথম গোয়ার জনসভায় কর্মী ও সাধারম মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular