কথিত আছে, অসুর প্রধান রক্তবীজ বধে যখন মা দুর্গা যখন ব্যস্ত, তখনই তাঁর ভ্রু যুগল থেকে জন্ম নেন মা কালী (Kali Puja)। এদিকে, রক্তবীজের রক্ত মাটিতে পড়লেই তা থেকে জন্ম নিতে থাকে আরেক অসুর। এই পরিস্থিতিতে অসুরের শরীর থেকে এক ফোঁটা রক্তক্ষরণ হতে না হতেই, তা জিভ দিয়ে লেহন করতে থাকেন মা কালী। এভাবেই রক্তবীজ ধ্বংস হয়।
আবার বলা হয়ে থাকে, কালী (Kali Puja) দশ মহাবিদ্যার প্রথম দেবী। অশুভ শক্তি নিধনের উদ্দেশ্যে দেবরাজ ইন্দ্রের অনুরোধেই নাকি কালীর সৃষ্টি হয়। এবার জেনে নেওয়া যাক, কালীপুজোর নির্ঘন্ট-
আরও পড়ুন: Deepavali 2024: কদর কমছে চিনা লাইটের! টেক্কা দিতে বাজারে হাজির আকর্ষণীয় মাটির প্রদীপ
পুজোর নির্ঘণ্ট একনজরে:
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে-
অমাবস্যা শুরু হবে, ১৪ কার্তিক, বৃহস্পতিবার (৩১ অক্টোবর)। সময়- দুপুর ৩টে ৫৪ মিনিটে তিথি শুরু। পুজো শুরু রাত ১০টা ৫৬ মিনিট গতে ১১টা ৪৪ মিনিটের মধ্যে। অমাবস্যা শেষ হবে, ১৫ কার্তিক, শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে-
অমাবস্যা শুরু হবে ১৪ কার্তিক, বৃহস্পতিবার (৩১ অক্টোবর), দুপুর ৩টে ৭ মিনিট ৪৩ সেকেন্ডে। অমাবস্যা শেষ হবে ১৫ কার্তিক, শুক্রবার, সন্ধ্যা ৫টা ৮ মিনিট ৭ সেকেন্ডে।