Saturday, November 2, 2024
Homeরাজ্যWest Bengal Municipality Election 2022 : LIVE UPDATE রাজ্যের ২০টি জেলার...

West Bengal Municipality Election 2022 : LIVE UPDATE রাজ্যের ২০টি জেলার ১০৮ পুরসভায় চলছে ভোট

West Bengal Municipality Election 2022 : LIVE UPDATE

  • কাঁথি পুরসভার ১৪ নং ওয়ার্ডের কিশোরনগর প্রাইমারি স্কুলের ৮৪ নং বুথে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নবীন প্রধানকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
  • তৃণমূলের হয়ে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করল ইংরেজবাজার থানার পুলিশ। ইংরেজবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ডের ২ নং গভর্মেন্ট কলোনি এলাকায় রামকিঙ্কর বালিকা বিদ্যালয়ের ঘটনা।
  • দুপুর তিনটে পর্যন্ত কোচবিহারের পাঁচটি পৌরসভার ভোট শতাংশ

  • দুপুর তিনটে পর্যন্ত নদিয়ার দশটি পৌরসভার ভোটের শতাংশ

  • পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের ভারতী বিদ্যাপীঠে ৯নং ওয়ার্ডের ৬৬নং বুথে ভোটদান কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ।  চেয়ার টেবিল উল্টে ইভিএম ভেঙে ফেলার অভিযোগও উঠেছে। ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে বোমাবাজি করা হয়েছে এবং বন্দুক দেখানো হয় বলে জানালেন প্রিসাইডিং অফিসার অভিজিত ঘড়া। এই বিদ্যালয়ের ৬৮নং বুথের তৃতীয় পোলিং আধিকারিকের অভিযোগ, জনা দশেক লোক কালো কাপড়ে মুখ ঢেকে বন্দুক নিয়ে ঢুকে বুথে হামলা চালিয়েছে। এই দুটি বুথেই এখন ভোটগ্রহণ বন্ধ রয়েছে। পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
  • জলপাইগুড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড, ১২ নম্বর ওয়ার্ড, ২৪ নম্বর ওয়ার্ড, ১৬ নম্বর ওয়ার্ড, ২০ নম্বর ওয়ার্ডে দেদার ছাপ্পা ভোট চলছে বলে অভিযোগ করে বিক্ষোভ বিরোধীদের।
  • জলপাইগুড়ির ১ নং ওয়ার্ডের ইন্দিরা কলোনিতে সাংবাদিকদের উপর আক্রমণ। আক্রান্ত কয়েকজন সাংবাদিক।

  • ১৫ নং ওয়ার্ডের কাঁথি কলেজ ভোটকেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে এলেন শিশির অধিকারী। বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ক্ষোভ উগরে দেন শিশিরবাবু। কলেজের সামনে সৌমেন্দু অধিকারীর গাড়ি পুলিশ আটকায় সে বিষয়েও কটাক্ষ করেন শিশির অধিকারী।
  • খড়্গপুর ১০ নং ওয়ার্ডের খিদিরপুর প্রাইমারি স্কুলের সামনে বিজেপি প্রার্থী মৌসুমি দাসকে মারধর করার অভিযোগ তৃণমূল প্রার্থী বেবি কোলের বিরুদ্ধে। ঘটনাস্থলে আসে খড়্গপুরের মহকুমা পুলিশ আধিকারিক-সহ বিশাল পুলিশ বাহিনী।
  • ছাপ্পা ভোট দিতে গিয়ে ধরা পড়ল বহিরাগত ভুয়ো ভোটার। শান্তিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ১৯৭ নম্বর বুথের ঘটনা।
  • উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। প্রতিবাদে ব্যাপক তাণ্ডব বিরোধীদের।  পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
  • ব্যাপক উত্তেজনা কালনার ৯ নম্বর ওয়ার্ডের যুগিপাড়া মহিষমর্দিনী গার্লস স্কুলে। ইভিএম ভাঙচুর করল বাইক বাহিনী। অসহায় বোধ করছি, জানালেন প্রিসাইডিং অফিসার। ভোট বন্ধ করে দেওয়া হল এই বুথে। ঘটনাস্থলে কালনা থানার বিশাল পুলিশ বাহিনী।
  • ভোট লুটের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে কংগ্রেসের বিক্ষোভ।
  • পুলিশের সামনেই অবাধে চলছে ছাপ্পা ভোট। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ক্যামেরায় ধরা পড়ল শান্তিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ৫৯ নং বুথে অবাধে ছাপ্পা ভোট চলার ছবি। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
  • জঙ্গিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাজপাড়া প্রাথমিক বিদ্যালয় ১২১ নম্বর বুথের সিপিআইএম প্রার্থীর এজেন্টকে অপরহরণ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিযোগের তির তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। এজেন্ট অপহরণের সময় বুথ চত্বরে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, অভিযোগ সিপিএম প্রার্থী জিয়াবুল শেখের।

  • তাম্রলিপ্ত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে দেখা গেল এক অন্য ছবি। এই ওয়ার্ডের তৃণমূল, বিজেপি ও সিপিআইএম প্রার্থী এক সাথে বুথের সামনে। চা পান থেকে শুরু করে গল্পগুজব আড্ডায় তিন দলের প্রার্থী।
  • ধুলিয়ান পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ৫১ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।
  • ইংরেজবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণ কালীতলা এলাকায় ছাপ্পা ভোট দিতে এসে বাম প্রার্থী কবিতা বিশ্বাসের হাতে ধরা পড়ল এক বহিরাগত যুবক।
  • দুপুর ১টা পর্যন্ত জলপাইগুড়ি জেলার ৩টি পুরসভার ভোট শতাংশ

  • দুপুর ১টা পর্যন্ত কোচবিহার জেলার ৫টি পুরসভার ভোট শতাংশ

  • আলিপুরদুয়ার পৌরসভার ১৭ নং ওয়ার্ডের অরবিন্দ স্মৃতি প্রাইমারি স্কুলের বুথে ছাপ্পা ভোটের অভিযোগ কংগ্রেস-সিপিএমের।
  • মাথাভাঙা শহরে ৭ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী দিলীপ কুমার বিশ্বাসকে ভোট গ্রহণ কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের।

  • গয়েশপুর পুরসভার ১৭টা ওয়ার্ডের সমস্ত বুথ থেকেই কার্যত বিজেপির এজেন্ট এবং প্রার্থীরা সরে দাঁড়ালেন। শাসকদলের বিরুদ্ধে ছাপ্পা ভোট, সন্ত্রাসের অভিযোগ তুলেই এই সিদ্ধান্ত বিজেপির। পুরো বিষয়টি রাজ্য নেতৃত্বকে কাছে জানানো হচ্ছে, জানালেন কর্মী-সমর্থকেরা।
  • শান্তিপুরের ১৩ নম্বর ওয়ার্ডের ৬৯ /৭০ নম্বর পার্টে সিপিএম-তৃণমূল হাতাহাতি।
  • রণক্ষেত্রের চেহারা শান্তিপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ৭২ থেকে ৭৭ নম্বর বুথে। সিপিআইএম-তৃণমূলের মধ্যে ইট বৃষ্টি। শাসকদলের দুষ্কৃতীরা ভোট লুট করছে অভিযোগ করায় বিরোধীদের মারধর। ঘটনার জেরে কার্যত বন্ধ হয়ে যায় বুথের প্রবেশপথ। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। উত্তপ্ত হয়ে আছে গোটা এলাকা।

  • ভোটের দিন সৌজন্যের অনন্য নজির ডায়মন্ড হারবার পুরসভার ১৬ নং ওয়ার্ডে। হাতে হাত মিলিয়ে ভোটের দিন ভোট করাচ্ছেন তৃণমূল কংগ্রেস, বিজেপি ও সিপিএম প্রার্থীরা। উৎসবের মেজাজে ভোট পর্ব সামলাচ্ছেন তিন প্রার্থী।
  • বালুরঘাট শহরের ২২ নম্বর ওয়ার্ডের ৪৬ নম্বর বুথে পুলিশের সঙ্গে বচসা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। নিজের পাড়ার বুথেই পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সুকান্তের। তাঁর বক্তব্য, ‘বুথের ১০০ মিটারের মধ্যে ভিড় করছে বহিরাগতরা। অথচ পুলিশ চুপ।’ ঘটনাস্থলে পৌঁছেছে নির্বাচন কমিশনের আধিকারিকরা।
  • বারাসতের ১০ নং ওয়ার্ডের একাধিক বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এখানকার ইয়াং অ্যাসোসিয়েশনের ভোটগ্রহণ কেন্দ্রে সিপিএম এজেন্টের মাথায় বন্দুক ঠেকানোর অভিযোগ। সিপিএম প্রার্থী রত্না ভট্যাচার্জকে হেনস্থা। এলাকায় ব্যাপক উত্তেজনা।
  • বর্ধমান পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে উত্তেজনা। বুথ জ্যাম করে ছাপ্পা ভোটের অভিযোগ বিজেপি প্রার্থী সোমনাথ দাসের। বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থী উমা সাঁইয়ের। বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তীর নেতৃত্বে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে বুথ থেকে বের করে দেয় পুলিশ।
  • খড়গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের তালবাগিচা প্রাথমিক স্কুলে বুথ জ্যাম করাকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনাস্থলে RAF-সহ বিশাল পুলিশ বাহিনী। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ও তৃণমূল প্রার্থী জহর পাল দুই জনেই বুথের বাইরে উপস্থিত।
  • হরিণঘাটা পৌরসভার ২ নং ওয়ার্ডের ১৫৩ নং বুথে ইভিএম ভাঙার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ এসে বিজেপি প্রার্থীকে আটক করে নিয়ে যায় হরিণঘাটার থানায়। কিছু সময় ভোট বন্ধ থাকার পর আবার ইভিএম পাল্টে পুনরায় চালু ভোট প্রক্রিয়া।
  • জঙ্গিপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বুথ জ্যামের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।
  • গয়েশপুর ১৫ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটারকে প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের। অভিযোগ অস্বীকার বিজেপি প্রার্থীর।
  • খড়্গপুরে এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণ। অশান্তি হতে পারে ১২টা বা ৩টের পর। কর্মীরা কোথাও মার খেলে প্রতিরোধ করতে আমিও রাস্তায় নামব। আমি কি খড়্গপুরে চাঁদ দেখতে এসেছি?  বললেন দিলীপ ঘোষ।
  • বসিরহাটের ৪ নম্বর ওয়ার্ডে ১৪০ নম্বর বুথে মন্দিরঘাটা প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম ভাঙচুরের অভিযোগে গ্রেফতার বিজেপি প্রার্থী। ফাঁসানো হয়েছে, দাবি বিজেপি প্রার্থীর।
  • ভাটপাড়া পুর এলাকার জগদ্দলে উত্তেজনা। সার্কাস পাড়ায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে লক্ষ্য করে ইট বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের।
  • রানাঘাট পৌরসভার ১২ নম্বর এবং ১৩ নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগ বিজেপির। বুথ থেকে বিজেপি এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ।
  • নদিয়া জেলায় দশটি পৌরসভায় এখনও পর্যন্ত ভোটের শতাংশ
নদিয়া জেলায় দশটি পৌরসভায় ভোটের শতাংশ
  • কোচবিহার পৌরসভার অন্তর্গত ১৬ নং ওয়ার্ডে সুমিত অ্যাকাডেমি স্কুলের বাইরে জমায়েত হটাল পুলিশ।
  • তুফানগঞ্জের ১১ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বসাককে অপহরণের অভিযোগ। তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায়কে তুফানগঞ্জ পুরসভা এলাকায় ঢুকতে বাধা পুলিশের। কুচবিহারের ভোটার হওয়ায় মালতী রাভা রায়কে তুফানগঞ্জ পৌরসভা এলাকায় প্রবেশের অনুমতি নেই, দাবি পুলিশের।
  • কাঁথির ১৩ নং ওয়ার্ডে বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূল প্রার্থী সুপ্রকাশ গিরির।
  • তমলুক পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পদুম্বসান আশুতোষ বিদ্যালয় বুথে ফলস ভোটের অভিযোগ। এই বুথের ভোটার সাবিনা বিবি অভিযোগ বুথে ভোট দিতে গিয়ে দেখেন তাঁর ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে। অবৈধ জমায়েতের অভিযোগ বিজেপি প্রার্থীর।

  • ঝাড়গ্রাম পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ভোট দিলেন রাজ্যের বন ও ক্রেতা দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। ভোট দিয়ে তিনি বলেন, ‘ঝাড়গ্রাম পৌরসভার মানুষ সব সময় উন্নয়নের পাশেই থাকবে।’
  • বর্ধমান পুরসভার ২৭ নং ওয়ার্ডের বাবুরবাগ সিএমএস হাইস্কুলের বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।
  • উলুবেড়িয়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর খাজুটটি প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূল প্রার্থী হাফিজুর রহমান ও সিপিএম প্রার্থী জাকির হোসেনের মধ্যে মারপিট। পুলিশের সামনেই ।
  • শান্তিপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী স্নিগ্ধা মুখার্জিকে মাটিতে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল সিপিএম প্রার্থী মৌমিতা মাহাতো দাসের বিরুদ্ধে। ঘটনার জেরে গোটা বুথ চত্বর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

  • নির্বাচনের নামে প্রহসন হচ্ছে, এই অভিযোগ তুলে ময়নাগুড়ি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আরএসপি প্রার্থী সুবীর কুমার বন্দ্যো নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়ালেন। সকালেই প্রিসাইডিং অফিসারের কাছে লিখিত দেন তিনি। তাঁর অভিযোগ, এই ওয়ার্ডে তৃণমূলের বিভিন্ন কর্মীরা ভোটকেন্দ্রে ঢুকে অন্যের ভোট করাচ্ছেন। অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মনোজ রায়।
  • কোচবিহারের ৫ নম্বর ওয়ার্ডের একটি বুথে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী পঙ্কজ বুচ্চা। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
  • সকাল ৯ পর্যন্ত বেলডাঙা পুরসভায় ভোট পড়ল ২০.৩২ শতাংশ, বহরমপুরে ১৯.২১ শতাংশ, ধুলিয়ানে ২০.৬৯ শতাংশ, জঙ্গিপুরে ভোট পড়ল ২০.৩৭ শতাংশ, জিয়াগঞ্জ আজিমগঞ্জে ১৬.৩ শতাংশ, কান্দিতে ১৫.৭৬ শতাংশ এবং মুর্শিদাবাদে ভোট পড়ল ২০.০১ শতাংশ।

  • কালনার ১১ নম্বর ওয়ার্ডে অম্বিকা মহিষমর্দিনী প্রাথমিক স্কুলে পুলিশের সামনেই দরজা বন্ধ করে চলছে ভোট। ক্যামেরায় সেই ছবি ধরা পড়তেই মুখ ঢেকে পালাল ভুয়ো ভোটার। তৃণমূল প্রার্থী মৌসুমী কারফা পুরো বিষয়টিকেই অস্বীকার করল।
  • ছাপ্পা ভোটের অভিযোগ ধুলিয়ান পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের ৬২ আর ৬৩ নম্বর বুথে।
  • গুসকরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তিপুরে গণ্ডগোল। সিপিএমের অভিযোগ বহিরাগত ঢুকে ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছে। এলাকার বাসিন্দারাও এই নিয়ে সরব হন। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। বাসিন্দারা বিক্ষোভ দেখালে পুলিশ লাঠিচার্জ করে হটিয়ে দেয়।
  • বহরমপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী তনুশ্রী ঘোষকে মারধর।
  • তমলুক পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ডহরপুল তপশিলি উচ্চ বিদ্যালয় ১৬/২ নম্বর বুথে ৫৪টা ভোট পড়ার পর ইভিএম খারাপ। ভোট গ্রহণ বন্ধ।
  • কৃষ্ণনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। বহিরাগতদের এনে ছাপ্পা মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বহিরাগতদের হাতেনাতে ধরে ফেলে এলাকার বাসিন্দারা। যে টোটোতে করে বহিরাগতরা এসেছিল সেই টোটো গাড়ি ভাঙচুর চালায় এলাকার মানুষ। বহিরাগতদের আটক করে পুলিশ। অভিযোগ অস্বীকার তৃণমূলের। এলাকায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী।
  • ক্ষীরপাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ অস্বীকার তৃণমূলের।
  • উলুবেড়িয়া পৌর নির্বাচনে ৩, ৪, ৫, ৬–– এই চারটি ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ৫ নম্বর বুথে ইভিএম খারাপ থাকায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ভোট। পরে আবার শুরু হয়।
  • বারাসত পৌরসভার ২৮ নং ওয়ার্ডে নির্দল প্রার্থী চৈতালি ভট্টাচার্যের এজেন্টের উপর হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেস সমর্থকদের বিরুদ্ধে।
  • শান্তিপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডে ১৬৩ নম্বর বুথে সিপিআইএম প্রার্থীকে মারধরের অভিযোগ। বুথের ভেতরেই লাইনে দাঁড়ানো নিয়ে বচসা। অভিযোগ, প্রতিবাদ করলে সিপিআইএম প্রার্থী সিরিনা বিবিকে মারধর তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার শাহজাহান শেখ এবং তাঁর দলবলের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
  • তুফানগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডের নৃপেন্দ্র নারায়ণ উচ্চবিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রের সামনে মদ্যপ অবস্থায় চেঁচামেচি এক ব্যক্তির। দ্রুত আটক করে ব্যবস্থা নিল তুফানগঞ্জ থানার পুলিশ।
  • কাঁথির ২০নং ওয়ার্ডে উত্তেজনা। বিজেপির তরফ থেকে তৃণমূলের দিকে অবৈধ জমায়েতের অভিযোগ। দু’পক্ষের মধ্যে বচসায় কার্যত উত্তেজনার পরিস্থিতি।
  • কোচবিহার পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের এজেন্ট সেজে বুথের  ভেতর বহিরাগত। প্রিসাইডিং অফিসারকে হুমকি দিয়ে ছাপ্পা করানোর অভিযোগ। অবশেষে বিরোধীদের জোরালো প্রতিবাদে বহিরাগতকে ধরে নিয়ে যায় পুলিশ।

  • কাঁথি জাতীয় বিদ্যালয়ে ভোট দিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী বলেন, ‘এখনও পর্যন্ত কোনও গণ্ডগোলের খবর নেই।’
  • ভোট দিতে যাবার পথে আক্রান্ত কংগ্রেস কর্মী। ধুলিয়ান পুরসভা ১৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। কংগ্রেস কর্মী জামিরুল ইসলামের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। পুলিশের সামনে মারধর করা হলেও কোনও রকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ওই কংগ্রেস কর্মীর।
  • বহরমপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের মহাকালী পাঠশালার ৯১ ও ৯২ নং বুথে বিজেপি প্রার্থী অনির্বাণ বিশ্বাসকে মারধর করার অভিযোগ। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে।
  • সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৬ শতাংশ ভোট পড়ল জলপাইগুড়ি পুরসভায়
  • সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৪ শতাংশ ভোট পড়ল কোচবিহারের ৫টি পুরসভায়
  • ইংরেজবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে উত্তেজনা। এই বিদ্যালয়ের বিভিন্ন বুথে ছাপ্পা ভোট চলছে। অভিযোগ বিজেপি প্রার্থী সঞ্জয় শর্মার। অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থী কাকলি চৌধুরীর।
  • আলিপুরদুয়ার পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ২/১৮৮ নম্বর বুথে থার্মাল স্ক্যানিং করছে নির্দল প্রার্থীর লোকজন। অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস প্রার্থীর স্বামী। এই নিয়ে উত্তেজনা। অভিযোগ পেয়ে অবশেষে নির্বাচনী আধিকারিকরা এসে সেই আইসিডিএস কর্মীকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।
  • নদিয়ার শান্তিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ১২৭ নম্বর বুথে ভুয়ো ভোটার ধরল বাম প্রার্থী তানিয়া মুখার্জি। প্রশ্ন করতেই বুথ ছেড়ে পালিয়ে যায় ওই যুবক। পরিচয়পত্র ছাড়া বুথের ভেতর কীভাবে প্রবেশ, প্রশ্ন বাম প্রার্থীর।
  • ইংরেজবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রামকিঙ্কর বালিকা বিদ্যালয়ে উত্তেজনা। তৃণমূল প্রার্থী অশোক সাহার বিরুদ্ধে বুথ ক্যাপচার করার চেষ্টার অভিযোগ বিজেপি প্রার্থী দীপশিখা মিশ্রের। পুলিশের সামনেই উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ বিজেপির।
  • বারাসত পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বুথে বিজেপি প্রার্থী শ্যামলী দাসের তাণ্ডব। ইভিএম আছড়ে ভেঙে ফেলার অভিযোগ। বুথে বিজেপি প্রার্থীর এজেন্টকে বসতে বাধা দেওয়ায় ভাঙচুর বিজেপি প্রার্থীর। বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ এবং গ্রেফতারের দাবি। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।
  • জলপাইগুড়ির ১২ নম্বর ওয়ার্ডের জলপাইগুড়ি জেলা স্কুলে ভোট কেন্দ্রে উত্তেজনার পরই পরিদর্শনে আসলেন অবজারভার। অভিযোগ কংগ্রেস প্রার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয় পুলিশ। বুথ থেকে ২০০ মিটারের মধ্যে বহিরাগতদের নিয়ে ঢুকে পড়ার অভিযোগ কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে।
  • বিজেপি বাইরে থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসে ভোট করছে, ইংলিশ বাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে অভিযোগ তৃণমূল সমর্থকদের। এরই প্রতিবাদে শুরু হয় গণ্ডগোল।
  • কোচবিহারের ৮ নম্বর ওয়ার্ডে বহিরাগতদের প্রবেশ করাচ্ছে তৃণমূল, অভিযোগ বিজেপি প্রার্থীর।

  • জলপাইগুড়ি পৌরসভার ১২ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী নারায়ণ চন্দ্র সরকারকে বুথ থেকে ধাক্কা দিয়ে বার করে দিল ডিএসপি হেডকোয়ার্টার সমীর পালের নেতৃত্বে পুলিশ কর্মীরা।  অথচ ওই একই জায়গায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল নেতা ধরম পাসোয়ান বলে অভিযোগ। এলাকায় উত্তেজনা এলাকায়।
  • বহরমপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কংগ্রেস এজেন্টদের বুথে বসতে না দেওয়ার অভিযোগ পেয়ে রাস্তায় নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নিজের গাড়িতে করে কংগ্রেস এজেন্টদের নিয়ে এসে বুথে বসার ব্যবস্থা করেন। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে।

  • বহরমপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের ৪৬ নং বুথে বহরমপুর জিটি আই স্কুলে বুথের ভেতরে কংগ্রেস এজেন্টকে ব্যাপক মারধোর ও কান ফাটিয়ে রক্ত বের করে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলে অধীর চৌধুরী।
  • বর্ধমান পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। বর্ধমান পৌর উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে বহিরাগতদের ভিড়, অভিযোগে সরব বিজেপি প্রার্থী। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
  • মাথাভাঙা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল আর সিপিআইএম প্রার্থীর মধ্যে মারধরের অভিযোগ। দুই প্রার্থী তাঁদের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন।
  • সোনারপুরের বিদ্যানিধি স্কুলে উত্তেজনা। বাম, বিজেপি ও নির্দল প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। রিপোর্ট তলব নির্বাচন কমিশনের।
  • কামারহাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ড এলাকায় বহিরাগতদের বাইক মিছিলের অভিযোগ বিরোধীদের।
  • মেদিনীপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী কুহেলি দত্তের টেন্ট অফিস পোড়ানোর অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।
  • কাঁথির ১৩ নম্বর ওয়ার্ডের জাতীয় বিদ্যালয়ের ১১২ নম্বর বুথে ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্রকাশ গিরি
  • বোলপুরের ৯ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ
  • পৌর এলাকায় জীবনের প্রথম ভোট দিলেন রবীন্দ্রনাথ ঘোষ। এতদিন তিনি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ভোটার ছিলেন। আজ ৮ নম্বর ওয়ার্ডের সদর নাগরী হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের ২৪৬ নম্বর বুথে নিজের ভোট দিলেন তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী। ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়ছেন রবীন্দ্রনাথ ঘোষ।
  • কৃষ্ণনগর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। কংগ্রেস প্রার্থী সুকদেব কুণ্ডুর ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ।
  • মকপোলেই ইভিএম খারাপ গুসকরা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সুশীলা হাইস্কুলে ২০৬ নম্বর বুথে।
  • ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ড রাউতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূল-বিজেপির মধ্যে বচসা
  • বর্ধমানের ভাতছালা জি এস এফ পি বিদ্যালয়ের ২৯২ বুথে ভোট দিলেন সিপিএমের বর্ষীয়ান নেতা মদন ঘোষ। ভোট দেওয়ার পর তিনি জানান এখনও পর্যন্ত ভোটদান প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে চলছে।
  • তুফানগঞ্জ ৭ ওয়ার্ডের ৮১ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
  • তুফানগঞ্জ ৮ নাম্বার ওয়ার্ডের ১৭৯ নম্বর বুথে বিজেপির বুথ এজেন্টকে মারধর, কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ ও বুথে ঢুকতে বাধা তৃণমূলের বিরুদ্ধে, বাধা দেওয়ার কথা অস্বীকার তৃণমূলের
  • কৃষ্ণনগর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ৮৯, ৯০ নম্বর বুথে ইভিএম বিকল। ভোটাররা লাইনে দাঁড়িয়ে রয়েছে। এখনও শুরু হয়নি ভোট গ্রহণ প্রক্রিয়া। কমিশনের কর্মীরা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়।
  • কোচবিহারের ১১ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের এজেন্টের আইকার্ড ছিনিয়ে নিয়ে ৪/২১৮ নম্বর বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের ওপর। তারপর সেই ওয়ার্ডের ভোটার তথা ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী শুভজিৎ কুণ্ডু নেতৃত্বে পুনরায় সেই এজেন্টকে আই কার্ড ফিরিয়ে দেওয়া হয় এবং বুথে প্রবেশ করানো হয়।
  • মকপোলেই ইভিএম খারাপ বর্ধমান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল ১৩২ নম্বর বুথে।

West Bengal Municipality Election 2022 : LIVE UPDATE

———–
Published by Subhasish Mandal  

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular