Saturday, November 23, 2024
Homeরাজ্যWest Bengal BJP : দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে সাময়িক ভাবে বরখাস্ত রীতেশ...

West Bengal BJP : দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে সাময়িক ভাবে বরখাস্ত রীতেশ তিওয়ারি ও-জয়প্রকাশ মজুমদার

ইন্ডিয়া নিউজ বাংলা

দলীয় শৃঙ্খলাভঙ্গের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বরখাস্ত করা হল বিজেপি নেতা  রীতেশ তিওয়ারি ও-জয়প্রকাশ মজুমদারকে। দলবিরোধী কাজের অভিযোগ গতকালই বিজেপির এই দুই নেতা ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দেওয়ায় এই দুই নেতাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে দল। এখন দেখার এই ঘটনার জল কতটা গড়ায়।

রবিরার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছিলেন তিনি সবার সঙ্গে দেখা করবেন কথা বলবেন। এখন দেখার শান্তনু ঠাকুর কি অবস্থান গ্রহণ করেন। তবে জয়প্রকাশ বা রীতেশ একা নন দলের আর বেশ কয়েকজন নেতা দলীয় সিদ্ধান্তের বিরোধীতা করে প্রকাশ্যে বৈঠক করেছিল। এখন দেখার বাকীদের ক্ষেত্রে দল কোন কঠোর সিদ্ধান্ত নেন কিনা। না রীতেশ ও জয়প্রকাশকে সাময়িক বরখাস্তের মধ্যে দিয়ে বাকিদের বার্তা দিতে চাইছেন সুকান্ত মজুমদার। এদিকে শোকজের সিদ্ধান্ত নিয়ে বিজেপির প্রাক্তণ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য ‘‘পার্টি যে কোনও সময়েই যে কোনও কর্মীকে শো কজ করতে পারে। যদি পার্টি মনে করে। তাতে কোনও অসুবিধার কিছু নেই। বাকিটা দলের ব্যাপার। দল বুঝে নেবে।’’

আর ও পড়ুন : Adhir Chowdhury in the context of IPS-IAS ‘পিএম টু ডিএম, মাইনাস সিএম’! আইপিএস-আইএএস প্রসঙ্গে মমতার পাশে অধীর

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular