ইন্ডিয়া নিউজ বাংলা
কলকাতা, WB Municipal Election 2022 : ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা: বিক্ষিপ্ত হিংসার ঘটনা, সন্ত্রাস,বুথ জ্যাম, অবাধ ছাপ্পা দেওয়ার একাধিক অভিযোগ নিয়েই শেষ হল শনিবার রাজ্যের ৪ পুরসভার নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। বিকেল পাঁচটা পর্যন্ত শিলিগুড়ি, চন্দননগর, বিধাননগর ও আসানসোল পুরসভা মিলিয়ে ভোট পড়েছে গড়ে ৭২ শতাংশের মত।
দরাজ সার্টিফিকেট নির্বাচন কমিশনের WB Municipal Election 2022
বিরোধীদের ভোট সন্ত্রাসের একাধিক অভিযোগ সত্বেও রাজ্য নির্বাচন কমিশনের দাবি, দিনভর ভোটপর্ব যথেষ্ট শান্তিপূর্ণ ছিল। যে দু’একটি বিক্ষিপ্ত অশান্তি ঘটেছে সেখানেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। একাধিক ভুয়ো অভিযোগও জমা পড়ে কমিশনের কাছে।আসানসোলের জামুড়িয়ার একটি জায়গা থেকে গুলি চালনার অভিযোগ খতিয়ে দেখছে কমিশন।
আসানসোলে গোলমালে একজন পুলিশ কর্মী আহত WB Municipal Election 2022
আসানসোলে ভোটকে কেন্দ্র করে গোলমালে একজন পুলিশ কর্মী আহত হয়েছেন। ওই ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে।আসানসোলের দু’টি ভোটকেন্দ্রে ইভিএম খারাপ হয়ে যায়।পড়ে তা বদল করে দেওয়া হয় কমিশনের তরফে।
বিধাননগর পুরসভার সব ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবি তুলছে বিজেপি WB Municipal Election 2022
শিলিগুড়ি: ৭১.৮৭%, চন্দননগর: ৭১.৪৯%, বিধাননগর: ৭২.০২%, আসানসোল: ৭১.৬৭%
বিধাননগর পুরসভার সব ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবি তুলছে বিজেপি। ভুয়ো ভোটার, ভোটলুঠ এবং ছাপ্পাভোটের অভিযোগ গেরুয়া শিবিরের।যদিও পুলিসের ভূমিকায় খুশি রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্যকে অভিনন্দনও জানান তিনি। বলেন, “সল্টলেকে পুলিস খুব ভালো কাজ করেছে। আমি নিজে সল্টলেক ঘুরে এসেছি। যে কোনও ঘটনা পুলিসকে জানালে তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে।”
শিলিগুড়ি পৌর নিগমের নির্বাচনে ও বিক্ষপ্ত হিসার অভিযোগ তুলেছে বিরোধীরা।
WB Municipal Election 2022