শনিবার স্বাস্থ্যভবনের সামনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে খুশি তিলোত্তমার বাবা-মা। তাঁরা চান, পড়ুয়াদের দাবি মেনে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। কিন্তু স্বাস্থ্যভবনে এসে মমতা যা বলে গিয়েছেন, তার মধ্যে একটি কথায় কষ্ট পেয়েছেন বলে জানালেন তিলোত্তমার মা৷
কী বললেন তিলোত্তমার মা?
৩৫ দিনের মাথায় স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে উপস্থিত হন মমতা। তাঁর এই পদক্ষেপকে স্বাগত জানান জুনিয়র ডাক্তারসহ তিলোত্তমার মা-বাবাও। কিন্তু নির্যাতিতার মা মমতার কথায় খারাপ লাগার কথা জানিয়ে সংবাদ মাধ্যমের সামনে বলেন, ‘মুখ্যমন্ত্রী বলছেন, যদি কেউ দোষী হয় সাজা পাবে। এরপরও কি কারও আশা থাকে? সবাই দোষী। পুলিশ, স্বাস্থ্য দফতর সবাই দোষী। আমরা দেখতে পাচ্ছি। এটা খুব খারাপ লেগেছে।’
আরও পড়ুন: RG Kar Protest: লাইভস্ট্রিমিংয়ে কি ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী Mamata? উঠছে প্রশ্ন
এদিকে, মুখ্যমন্ত্রীর আরও এক মন্তব্যের বিরোধিতা করেন নির্যাতিতার পরিবার। মমতা এদিন ধরনামঞ্চে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের উদ্দেশে বলেন, “দোষীরা আমার কেউ বন্ধু নন। আবার শত্রুও নন।” এই প্রসঙ্গে নির্যাতিতার বাবা বলেন, “সেটা ওঁর ব্যক্তিগত মতামত।”
অন্যদিকে, মুখ্যমন্ত্রী ‘পদত্যাগ’ করলে কি সমস্যার সমাধান হবে? এই প্রশ্নের জবাবে তিলোত্তমার বাবা বলেন, “পদত্যাগ করলে কীভাবে সমাধান হবে! সেটা উনি জানেন। কেন একথা বলছেন সেটা ওঁর ব্যক্তিগত ব্যাপার। এনিয়ে আর কিছু বলব না।”