শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : দক্ষিণ ২৪পরগনার বিষ্ণুপুর থানার বাগিরহাট এলাকায় টোটো ও সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল টোটো চালকের। প্রত্যক্ষদর্শীরা জানান। পৈলানের দিকে যাবার পথে বাগিরহাট এলাকায় উল্টোদিক থেকে আসা সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় টোটোর। ঘটনায় টোটোচালককে গুরুতর জখম অবস্থায় স্থানীয় মানুষজন উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আনার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম রমেশ নস্কর (৪০) উত্তর কাজিরহাট এলাকার বাসিন্দা। ঘটনায় ১১৭ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। বিষ্ণুপুর থানার পুলিশ এসে বাসটিকে আটক করলেও চালক পলাতক।
Toto’s collision with government bus দক্ষিণ ২৪পরগনার বিষ্ণুপুর থানার বাগিরহাটে ১১৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা
———–
Published by Subhasish Mandal