Sunday, November 24, 2024
Homeরাজ্যদক্ষিণ ২৪ পরগণাTMC kidnaps BJP panchayat member স্থানীয় পঞ্চায়েতের দখল নিতে বিজেপির পঞ্চায়েত সমিতির...

TMC kidnaps BJP panchayat member স্থানীয় পঞ্চায়েতের দখল নিতে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শম্ভুনাথ মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা, TMC kidnaps BJP panchayat member স্থানীয় পঞ্চায়েতের দখল নিতে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যকে অপহরণের অভিযোগ। এই ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠছে শাসকদলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানার গড়েরহাট এলাকায়। ইতিমধ্যে জয়নগর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছেন  অপহৃত পঞ্চায়েত সদস্যের স্ত্রী কবিতা মন্ডল। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সোমবার এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে গোড়েরহাট এলাকার একটি শ্মশানে দাহ করতে গিয়েছিলেন অপহৃত বামদেব মন্ডল। সেইসময় শ্মশানে একটি টাটা সুমো আসে এবং গাড়ি থেকে চারজন লোক নেমে জোরপূর্বক বামদেবকে তুলে নিয়ে যায়।

অপহরণের পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে  অনুমান বিজেপির TMC kidnaps BJP panchayat member

 

বামদেব এলাকায় বিজেপির সক্রিয় কর্মী বলে পরিচিত। বামদেবের অপহরণের পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে অনুমান বিজেপির। কারণ বর্তমানে মায়া হাউড়ি পঞ্চায়েতটি বিজেপির দখলে রয়েছে। ২০১৩ সাল থেকে এই পঞ্চায়েত বিজেপির দখলে। মায়া হাউরি  পঞ্চায়েতের অধীনে ১৪টি আসন রয়েছে। তারমধ্যে বিজেপির ৭টি, তৃণমূলের ৬টি এবং নির্দলের ১ আসন। বিজেপির অভিযোগ বামদেব মন্ডলকে অপহরণ করে  দলে নিয়ে তৃণমূল এই পঞ্চায়েতের দখল নিতে চাইছে।

অভিযোগ অস্বীকার তৃণমূলেরTMC kidnaps BJP panchayat member

 

সোমবার বিকেলে বিজেপি জেলা কার্যলয়ে (পূর্ব) অপহৃতের স্ত্রী কবিতা মন্ডলকে সঙ্গে নিয়ে একথা জানান বিজেপি নেতা সুনীপ দাস। যদিও বিজেপি তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অপহরণের ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। বারুইপুর জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানান অভিযোগ দায়ের হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি।

আরও পড়ুন : হাওড়ায় চাঞ্চল্য! বাঁকড়ার নিখোঁজ শিশুর দেহ মিলল টিকিয়াপাড়ায়

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular