Sunday, November 10, 2024
Homeরাজ্যপশ্চিম বর্ধমানTMC factionalism in Kanksa সাইকেল স্ট্যান্ড দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! জয়দেবের মেলা...

TMC factionalism in Kanksa সাইকেল স্ট্যান্ড দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! জয়দেবের মেলা শুরুর আগেই বিড়ম্বনা

কৌশিক বোস, দুর্গাপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : কার দখলে থাকবে সাইকেল স্ট্যান্ড তা নিয়ে শতাব্দী প্রাচীন জয়দেবের মেলা শুরুর আগেই কাঁকসার শিবপুরে দ্বন্দ্বে জড়াল প্রধান ও উপপ্রধানের গোষ্ঠী। তৃণমূল পরিচালিত বিদবিহার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ হাঁড়ির গোষ্ঠীর লোকজনের দাবি, গত সোমবার বিদবিহার গ্রাম পঞ্চায়েত থেকে সাইকেল স্ট্যান্ডের টেন্ডার হয়। ১ লক্ষ ৩০ হাজার টাকা দিয়ে টেন্ডার পায় নদিয়া হাজরা নামে এক ব্যাক্তি। আচমকাই মেলা শুরুর আগের দিন বুধবার ১ লক্ষ ৭০ হাজার টাকার বিনিময়ে পঞ্চায়েত প্রধান বুলু সো নিজের স্বামী উজ্জল সো এবং তাঁর দলের লোকজনকে সাইকেল স্ট্যান্ডের টেন্ডার দিয়ে দেয় বলে অভিযোগ। উল্লেখ্য যিনি নদিয়া হাজরা উপপ্রধান দিলীপ হাঁড়ি গোষ্ঠীর লোক বলে পরিচিত।

TMC factionalism in Kanksa সাইকেল স্ট্যান্ড দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! জয়দেবের মেলা শুরুর আগেই বিড়ম্বনা

 

আরও পড়ুন : Hospital security guards on hunger strike in Nadia হাসপাতাল নিরাপত্তারক্ষীদের অনশনের তিনদিন, নদিয়ায় অসুস্থ একাধিক অনশনকারী

ইতিমধ্যেই সাইকেল স্ট্যান্ডের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন উপপ্রধান দিলীপ হাঁড়ি এবং তাঁর গোষ্ঠী। হঠাৎ করেই গতকাল প্রধান বুলু সো সাইকেল স্ট্যান্ড নিজের স্বামীর গোষ্ঠীকে দিয়ে দিলে শুরু হয় দ্বন্দ্ব। বিদবিহার গ্রাম পঞ্চায়েতের শিবপুরে অজয় নদের তীরে উত্তেজনা শুরু হয় দুই পক্ষের। সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ বাহিনী। প্রধানের স্বামী উজ্জ্বল সো পাল্টা অভিযোগ করেন যে সোমবার সাইকেল স্ট্যান্ডের পর মেলা বন্ধের সিদ্ধান্ত হয়। বুধবার আবার বিদবিহার অঞ্চলের সমস্ত গ্রাম সংসদগুলিকে নিয়ে টেন্ডার ডাকা হয় পঞ্চায়েত কার্যালয়ে। সেখানে অংশগ্রহণ করেনি উপপ্রধান এবং তাঁর দলের লোকজন। পরে পুলিশের মধ্যস্থতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। রাতের দিকে স্থির হয়, এবারের মতো নদিয়া হাজরার হাতেই থাকবে সাইকেল স্ট্যান্ডের রাশ।

আরও পড়ুন : Gold seized in jeans at Kolkata airport জিন্সের ভেতর সোনা! কলকাতা বিমানবন্দরে ধৃত দুই, দেখুন ভিডিও

——-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular