Saturday, November 23, 2024
Homeরাজ্যদক্ষিণ ২৪ পরগণাStudent returned form Ukraine যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরল জয়নগরের বিলকিস

Student returned form Ukraine যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরল জয়নগরের বিলকিস

শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগণা, ইন্ডিয়া নিউজ বাংলা : Student returned form Ukraine অবশেষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়িতে ফিরল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিধানসভার জয়নগর মজিলপুর পৌরসভার ডাক্তারির পড়ুয়া বিলকিস পারভিন। ২০১৯ সালে ডাক্তারি পড়ার জন্য কিয়েভ মেডিক্যাল ইউনিভার্সিটিতে পড়তে যায়। বিলকিস চতুর্থ বর্ষের ছাত্রী।

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মধ্যে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে তৎপর ভারত সরকার। ভারত সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের দেশের মাটিতে ফেরানোর জন্য শুরু হয় “মিশন গঙ্গা”। মিশন গঙ্গার মাধ্যমে বহু ভারতীয় ছাত্রছাত্রীকে দেশের মাটিতে ফেরানো হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে রয়েছে এখনও কিছু ভারতীয় ছাত্র-ছাত্রী। তাঁদেরকে দ্রুত দেশের মাটিতে ফেরানোর জন্য ব্যবস্থা করছে সরকার।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে সোমবার জয়নগরের বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের মাঝে বিলকিসকে দেখতে পাওয়া গেল। এখনও আতঙ্ক তাাঁর চোখেমুখে। সে চায় সরকার পাশে থেকে পড়াশোনাটা শেষ করতে সাহায্য করুক।

পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান, যখন থেকে ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়েছে তখন থেকেই উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলাম। চিন্তায় দুচোখের পাতা এক করতে পারিনি কোনও দিন। ঘরের মেয়ে ঘরে ফেরায় অবশেষে স্বস্তি পেলাম।এদিকে বিলকিস নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তিনি বলেন, কিয়েভ মেডিক্যাল ইউনিভার্সিটিতে আমার চতুর্থ বর্ষ চলছে। আর বাকি ছিল মাত্র দু’বছর। কিন্তু যেভাবে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে আমার মনে হয় না আর ইউক্রেনে পড়াশোনার মতো পরিবেশ থাকবে। ভারত সরকার ও রাজ্য সরকারের নিকট আবেদন আমাদের মতন হাজার হাজার পড়ুয়াদের ভবিষ্যতের স্বপ্ন পূরণের ব্যবস্থা করে দিক।

Student returned form Ukraine

আরও পড়ুন: Madhyamik Exam 2022 অ্যাডমিট কার্ড হারিয়ে বিডিও-র হস্তক্ষেপে পরীক্ষা পড়ুয়ার, জেলা পুলিশের উদ্যোগে হেল্পলাইন নম্বর ও মোবাইল বাইক

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular