সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : করোনা বাড়বাড়ন্তের জের। আগামী কাল থেকে বন্ধ হতে চলেছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে স্পেশাল আউটডোর পরিষেবা। আজ হাসপাতাল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বন্ধ হচ্ছে শান্তিপুর হাসপাতালে স্পেশাল আউটডোর পরিষেবা Special outdoor service closed at Santipur Hospital
আরও পড়ুন : Theft at Dinhata’s school দুঃসাহসিক চুরি! দিনহাটার চান্দেরকুঠি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে
এখনও পর্যন্ত এই হাসপাতালে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় পাঁচ জন চিকিৎসক-সহ নার্স ও একাধিক স্বাস্থ্যকর্মীরা। আর তারই জেরে ব্যাহত হচ্ছে পরিষেবা। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সংখ্যা কমে যাওয়ার কারণে স্পেশাল আউটডোর পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকমহল আশঙ্কা করছিলেন, যেভাবে একের পর এক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন তাতে পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর সেই সম্ভাবনাকে সত্যি করল শান্তিপুর স্টেট জেনারেল। ফলে সমস্যায় পড়বেন সাধারণ রোগীরা।
——-
Published by Subhasish Mandal