Saturday, July 27, 2024
HomekolkataSahitya Akademi Award এবার সাহিত্য অ্যাকাডেমি ব্রাত্য বসুর

Sahitya Akademi Award এবার সাহিত্য অ্যাকাডেমি ব্রাত্য বসুর

Sahitya Akademi Award এবার সাহিত্য অ্যাকাডেমি ব্রাত্য বসুর

চলতি বছরে নাটকের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ‘মীরজাফর ও অন্যান্য নাটক’ এর জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি।বহুমুখী প্রতিভার অধিকারী ব্রত্য বসু। মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি মঞ্চ থেকে সেলুলয়েড সব ক্ষেত্রেই অবাধ বিচরণ তাঁর। সাহিত্য, নাটক, মন্ত্রিত্ব, একা হাতে সব সামলাচ্ছেন। পুরস্কার বিজয়ী হিসাবে তাঁর নাম উঠে আসার পর শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া, “বহু দিনের পরিশ্রমের সাফল্য।”

Sahitya Akademi Award ২০১৯ সালে ‘মীরজাফর ও অন্যান্য নাটক’ বইটি প্রকাশিত হয়

২০১৯ সালে ‘মীরজাফর ও অন্যান্য নাটক’ বইটি প্রকাশিত হয়। বাংলা নাট্যজগতে আবির্ভাবের সঙ্গে সঙ্গেই সাড়া ফেলে দিয়েছিলেন ব্রাত্য বসু। ‘অশালীন’, ‘অরণ্যদেব’ ইত্যাদি নাটকের মধ্যে দিয়ে শুরু থেকেই তিনি এক নতুন ধরনের নাট্যরীতি ও আধুনিক সময়ের উপযোগী ভাষ্য রচনা করে চমকে দিয়েছিলেন।‘বোমা’, ‘ত্রয়ী’, ‘প্রসঙ্গ থিয়েটার’ ‘নটেগাছ এবং অন্যান্য লেখা’র মতো বই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular