সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : শান্তিপুর বাগআঁচড়া এলাকা থেকে উদ্ধার হল একটি বিরল প্রজাতির পাখি। বুধবার সকালে শান্তিপুর বাগআঁচড়া অঞ্চলের বলাকা সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা ওই বিরল প্রজাতির পাখিটিকে একটি দোকানে আটকে রাখতে দেখেন। এরপর ওই দোকান থেকে বলাকা সংস্কৃতির মঞ্চের সদস্যরা পাখিটিকে উদ্ধার করে খবর দেয় শান্তিপুরে বন্যপ্রাণীর উদ্ধারকারী অনুপম সাহাকে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী অনুপম সাহা। এরপর ওই বিরল প্রজাতির পাখিটিকে উদ্ধার করে খাঁচাবন্দি করে বন দফতরের হাতে তুলে দেন অনুপমবাবু। তিনি জানান, ‘ওই বিরল প্রজাতির পাখিটি সারস ভ্যারাইটির। আগে জলাশয়গুলিতে দেখা যেত কিন্তু এখন সেই পরিমাণে দেখা যায় না। এই পাখিগুলি এখন প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে।’
বিরল প্রজাতির পাখি উদ্ধার শান্তিপুরে Rare species of birds rescued in Santipur
আরও পড়ুন : Bangladeshi infiltrator arrested in Cooch Behar বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার মেখলিগঞ্জে
——-
Published by Subhasish Mandal