Thursday, September 19, 2024
HomeCrimeRampurhat violence: rise of Anarul  রাজমিস্ত্রি থেকে রাজনীতির দোর্দণ্ডপ্রতাপ নেতা আনারুল

Rampurhat violence: rise of Anarul  রাজমিস্ত্রি থেকে রাজনীতির দোর্দণ্ডপ্রতাপ নেতা আনারুল

Rampurhat violence: rise of Anarul

ইন্ডিয়া নিউজ বাংলা: বাংলার রাজনীতি উত্তাল বগটুই-কান্ডে। আর এই কাণ্ডে  প্রথম থেকেই তৃণমূল নেতা তথা রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেনের দিকেই আঙুল তুলছিলেন আক্রান্তদের পরিবার। শুধু তাই নয়, আনারুলের নির্দেশেই নাকি আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ ওঠে।
বৃহস্পতিবার বগটুইয়ের ঘটনাস্থলে গিয়ে আনারুল হোসেনকে গ্রেফতার করার নির্দেশ দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বগটুই গ্রামে গিয়ে আক্রান্তদের পরিবারের সঙ্গে কথা বলেন মমতা। আর তারপরই আনারুলকে গ্রেফতারের নির্দেশ দেন তিনি।বগটুই-কান্ডে অভিযুক্তদের তালিকায় প্রথমে রয়েছে আনারুল হোসেনের নাম।

Rampurhat violence: rise of Anarul
কিন্তু, কে এই আনারুল? জানা গিয়েছে যে, বীরভূমের রামপুরহাট শহরের কাছে সন্ধিপুর এলাকার বাসিন্দা আনারুল। এক সময় রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। পাশাপাশি, প্রথমে তিনি কংগ্রেসে থাকলেও তৃণমূল তৈরি হওয়ার পর থেকে দলবদল করে, জোড়া ফুল দলে যোগ দেন আনারুল।
পাশাপাশি, রাজনীতির ময়দানে নেমে দক্ষ সংগঠক হিসাবে খ্যাতি অর্জন করেন তিনি। এর ফলে রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধানসভার বর্তমান ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে ওঠেন । এছাড়াও, তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলেরও কাছাকাছি ছিলেন তিনি।

এরপর তাঁকে রামপুরহাট এক নম্বর ব্লকের সভাপতি নির্বাচিত করে তৃণমূল। এক কথায় আনারুলের আওতাতেই ছিল বগটুই গ্রাম। এককালে রাজমিস্ত্রি থেকে বর্তমানে রীতিমত তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতায় পরিণত হয়েছিলেন আনারুল।

Rampurhat violence: rise of Anarul  রাজমিস্ত্রি থেকে রাজনীতির দোর্দণ্ডপ্রতাপ নেতা আনারুল

বগটইয়ে মুখ্যমন্ত্রী মমতা

দলের লোক হলেও বৃহস্পতিবার বগটুই গ্রামে উপস্থিত হয়ে সেই আনারুলের বিরুদ্ধেই একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে, আনারুলের গ্রেফতারের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান যে, “আনারুল আমাদের ব্লক প্রেসিডেন্ট। তাঁর কাছে অভিযোগ জানিয়েছিল ওরা। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আনারুলকে গ্রেফতার করা হবে।”

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular