হুগলির বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে নিজের মন্তব্যের কারণে ফের সোশ্যাল মিডিয়ায় ট্রোলড তৃণমূল সাংসদ-অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি বলাগড়ের পরিস্থিতি দেখতে যান। এই সময়েই তিনি বলে ফেলেন, ‘কুইন্টাল কুইন্টাল জল ছাড়া হয়েছে’। কিউসেকের পরিবর্তে কুইন্টাল বলে ফেলায় ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে। নিমেষে ভাইরাল হয়ে যায় ভিডিও ক্লিপ।
কী বলেছেন রচনা?
রাজ্যের বিভিন্ন জেলা জলমগ্ন। বুধবার বলাগড়ের পরিস্থিতি পরিদর্শনে যান রচনা। জলমগ্ন বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে রচনা বলেন, ‘যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। মুখ্যমন্ত্রী যে বিষয়ে বলেছেন সে বিষয়ে আমি কিছু বলব না। উনি আমাদের গুরুজন।’ তারপরই তিনি হঠাৎ করে বলে বসেন, ‘সাধারণ মানুষ এমন সমস্যার মধ্যে পড়েছেন। কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। মানুষের বাড়ি-ঘর কিচ্ছু নেই। আর ওঁরা বলছেন নাকি জানিয়ে জল ছেড়েছেন। সত্যিটা কী আমাদের এই মুহূর্তে জানা নেই।’
এদিকে সাংসদ-অভিনেত্রীর এই মন্তব্য নিমেষে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সংবাদ শিরোনামে ফের উঠে আসে তাঁর নাম। হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ কটাক্ষের সুরে বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর উচিত হুগলির সাংসদকে মিউজিয়ামে রাখা। সাংসদ বলছেন, কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে! জল কুইন্টালে কবে থেকে মাপা শুরু হল? ওঁর ন্যূনতম জ্ঞান নেই। তাই ভুলভাল বকছেন। কপালে দুঃখ রয়েছে সাধারণ মানুষের।’’
আরও পড়ুন: Kangana Ranaut: বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে? ক্ষমা চাইলেন কঙ্গনা
প্রসঙ্গত, অতীতে নির্বাচনী প্রচারে বেরিয়ে গরুর দুধ থেকে তৈরি দই কেন বেশি ভাল তার ব্যাখ্যা দিয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন রচনা। আবার রাইস মিলের চিমনির ধোঁয়া দেখিয়ে তৃণমূল প্রার্থী প্রশ্ন ছুঁড়েছিলেন, হুগলিতে নাকি শিল্প হয়নি? আর এই তালিকায় এবার নয়া সংযোজন- ‘কুইন্টাল কুইন্টাল জল।’