Saturday, October 5, 2024
HomeBreakingKangana Ranaut: বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে? ক্ষমা চাইলেন কঙ্গনা

Kangana Ranaut: বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে? ক্ষমা চাইলেন কঙ্গনা

কঙ্গনা রানাওয়াত, বরাবরই নিজের মন্তব্যের কারণে বিনোদন জগতের খবরের শিরোনামে থেকেছেন তিনি (Kangana Ranaut)। রাজনীতির ময়দানে পা রেখেও সেই ধারা অব্যাহত রেখেছেন কঙ্গনা। এখানেও বিতর্কিত মন্তব্য করে চলেছেন একটানা। সূত্রের খবর, এর জেরে দলের থেকে দূরত্ব বেড়েছে সাংসদ-অভিনেত্রীর! কৃষি বিল ফেরানোর দাবি তুলে যে মন্তব্য করেছিলেন তিনি, এবার তার থেকে সরে এলেন তিনি। নিজের মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করলেন তিনি।

জানা গিয়েছে, কঙ্গনা কৃষি বিল প্রসঙ্গে তিনি (Kangana Ranaut) বলেছিলেন, ‘বিল না ফেরালে ফের কৃষকদের আন্দোলনের পথে হাঁটা উচিত।’ কঙ্গনার এই মন্তব্যকে কেন্দ্র করে বিজেপির অন্দরেই শুরু হয় বিতর্ক। ভারতীয় জনতা পার্টির মুখপাত্র সাফ জানান, ‘এটা কঙ্গনার ব্যক্তিগত মতামত এবং বক্তব্য। কৃষি বিল নিয়ে বলার কোনও এক্তিয়ার কঙ্গনার নেই।’

আরও পড়ুন: Supreme Court: দেশের কোনও অংশকে পাকিস্তান বলা যাবে না: শীর্ষ আদালত

ক্ষমা চাইলেন কঙ্গনা

নিজের মন্তব্যে শুধু নিজেই (Kangana Ranaut) যে অস্বস্তিতে পড়েন কঙ্গনা তাই নয়, দলের মধ্যেও অস্বস্তি বাড়িয়ে তোলেন বলে মত রাজনৈতিক মহলের একাংশের। ড্যামেজ কন্ট্রোলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করে কঙ্গনা জানান, ‘আমার বক্তব্য আমি ফিরিয়ে নিচ্ছি। যদি আমার বক্তব্যে কারও মনে আঘাত লাগে, তার জন্য আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’

প্রসঙ্গত, সাংসদ হওয়ার আগেও একাধিকবার বিভিন্ন ইস্যুতে বিতর্কে জড়িয়েছিলেন তিনি (Kangana Ranaut)। আর সাংসদ হওয়ার পর নিজের কথার কারণে নিজেকে এবং দলকে বিড়ম্বনায় ফেলছেন কঙ্গনা! সামনে আবার হরিয়ানা নির্বাচন। তার আগে এই পরিস্থিতি যেন রাজনীতির আঙিনাকে আরও উত্তপ্ত করে তুলেছে। কিন্তু কঙ্গনা ক্ষমাপ্রার্থী হওয়াতে কি এই দূরত্ব ঘুচবে?

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular