শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : Protesting death of Anis Khan ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর জেরে এবার প্রতিবাদের আঁচ এসে পড়ল ভাঙড়ে। শুধু কলকাতা নয়, আনিস হত্যার প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আনিসের অস্বাভাবিক মৃত্যুতে ফুঁসছে ভাঙড়ের আমজনতা। অপরাধীদের শাস্তির দাবিতে গর্জে উঠল ভাঙড়ের মানুষজন। এবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি হাজার হাজার দলীয় কর্মী সমর্থকেদের নিয়ে মিছিলে পা মেলালেন ন্যায় বিচারের দাবিতে। এই মিছিলে পা মেলালেন বিদ্বজনেরাও।
ভাঙড়ের কাঠালিয়া থেকে ঘটকপুকুর পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ রাস্তায় হাঁটতে দেখা যায় ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ নাগরিকদের। সবমিলিয়ে ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুতে প্রতিবাদের ঢেউ কলকাতার সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ল ভাঙড়েও।
Protesting death of Anis Khan
———–
Published by Subhasish Mandal