Thursday, September 19, 2024
Homeরাজ্যনদিয়াPolitical chaos in Nadia গয়েশপুরে বিজেপির নির্বাচনী সভা চলাকালীন কালো পতাকা তৃণমূলের,...

Political chaos in Nadia গয়েশপুরে বিজেপির নির্বাচনী সভা চলাকালীন কালো পতাকা তৃণমূলের, গাড়ি ভাঙচুর, চলল ইটবৃষ্টি

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা: পৌরসভা নির্বাচন নিয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক সভা চলাকালীন হামলা। পার্টি অফিস লক্ষ করে ইটবৃষ্টি, বিজেপির গাড়ি ভাঙচুর। সেই সঙ্গে বিজেপির দলীয় কার্যালয় ঘেরাও করে কালো পতাকা দেখানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়া গয়েশপুর থানা এলাকায়।

গয়েশপুরে বিজেপির নির্বাচনী সভা চলাকালীন কালো পতাকা Political chaos in Nadia

জানা যায় আগামী পৌরসভা নির্বাচন নিয়ে বিজেপির বনগাঁ সংগঠনের পক্ষ থেকে নদিয়া গয়েশপুরের বউবাজার এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে একটি কর্মিসভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বনগাঁর সাংগঠনিক সভাপতি রামপদ দাস-সহ শীর্ষস্থানীয় নেতারা। অভিযোগ সেখানে আচমকা হানা দেয় দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা।

বিজেপি সভাপতি রামপদ দাস অভিযোগ করেন, গণতন্ত্রকে হত্যা করার কাজ চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আমাদের বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। দলীয় কার্যালয় লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে। সেইসঙ্গে কার্যত আমাদেরকে অফিসের মধ্যে আটকে রাখা হয়েছে।

এ বিষয়ে গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক ঘোষ বলেন, কয়েকদিন আগেই গয়েশপুর অঞ্চল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দাঁড়া তৃণমূল কংগ্রেস ২ জন কর্মী খুন হয়। তার রেশ এখনও কাটেনি। সেই কারণে আমাদের কর্মীরা তার প্রতিবাদ জানিয়েছে মাত্র।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় কল্যাণী থানায় পুলিশ। যদিও গোটা এলাকা ঘিরে এখনও উত্তেজনা রয়েছে।

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular