Saturday, July 27, 2024
Homeওয়েস্ট বেঙ্গলPalki Ambulance in Buxa Hill : দুর্গম বক্সা পাহাড়ে অসুস্থ রোগীদের...

Palki Ambulance in Buxa Hill : দুর্গম বক্সা পাহাড়ে অসুস্থ রোগীদের জন্য পালকি অ্যাম্বুলেন্স পরিষেবা

Palki Ambulance in Buxa Hill :প্রথমবার বক্সা পাহাড়ে চালু পালকি আ্যম্বুলেন্স পরিষেবা

আলিপুরদুয়ার

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৬০০ ফুট উপরে বক্সা পাহাড়। দুর্গম বক্সার অপরূপ সৌন্দর্যের জন্য ভ্রমণ পিপাসু মানুষ ছুটে য়ান বার বার। কিন্তু বক্সার এই দুগর্মতার কারণে খুবই সমস্যার মধ্যে পড়তে হয় এই পাহাড়ের ওপর বসবাসকারী বাসিন্দাদের। বিশেষ করে অসুস্থ হলে গাড়ি করে পাহাড় থেক সমতলে আনা একপ্রকার অসম্ভব হয়ে ওঠে। চোখের সামনে প্রিয়জনকে হারাতে হয়। তাই  এই সংকটময় সময়ে বক্সা পাহাড়ের মানুষদের জন্য চালু হল পালকি অ্যাম্বুলেন্স। যে পালকি এতদিন বিবাহ বা অন্য কোন অনুষ্ঠানে ব্যবহার করা হত। সেই পালকিকে রূপ দেওয়া হল পালকি অ্যাম্বুলেন্সে।

Palki Ambulance for sick people    আলিপুরদুয়ার জেলার প্রত‍্যন্ত দুরগম বক্সা পাহাড়ের গর্ভবতী মা ও অসুস্থ রোগীদের জন‍্য আজ থেকে চালু হল পালকি আ্যম্বুলেন্স পরিষেবা । এই প্রথমবার বক্সা পাহাড়ে পালকি আ্যম্বুলেন্স পরিষেবা চালু হল।  প্রত‍্যন্ত বক্সা পাহাড়ের অসুস্থ রোগীদের ও গর্ভবতী মায়েদের এতদিন হাসপাতালে নিয়ে যেতে হলে বাঁশের মধ‍্যে কাপড়ের দোলনা মত বানিয়ে নিয়ে আসতে হত এতে খুবই সমস্যা মধ‍্যে পড়তে হত গর্ভবতী মায়েদের । অনেক সময় সড়কে মধ‍্যে প্রসব যন্ত্রণা উঠে গেলে খুবই সমস্যা হত । এজন‍্য এই পালকি আ্যম্বুলেন্স  চালু করা হয়েছে। আলিপুরদুয়ার জেলা স্ব‍াস্থ্যদপ্তর ও ফ‍্যামিলি প্লানিং অফ ইণ্ডিয়ার যৌথ উদ‍্যোগে পালকি আ‌ম্বুলেন্স পরিষেবা চালু  করা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের যুগে বক্সা পাহাড়ের এই অ্যাম্বুলেন্স আমাদের পুরানো যুগে ফিরিয়ে নিয়ে গেলেও এই এলাকার মানুষের কাছে এটা আজ চরম স্বস্তির খবর।
অনিশা পোদ্দার,  আলিপুরদুয়ার।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular