Thursday, November 21, 2024
Homeরাজ্যSikkim : শুরু হল সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধারকাজ

Sikkim : শুরু হল সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধারকাজ

গত এক সপ্তাহ ধরে সিকিমের (Sikkim) লাচুঙে আটকে রয়েছেন প্রায় ১২১৫ পর্যটক, ১২ বিদেশি। ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত মাঙ্গান জেলা। যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় এতদিন পর্যন্ত উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। তবে রবিবার পরিস্থিতি ঠিক থাকলে উদ্ধারকাজ চলবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, সিকিম (Sikkim) ট্যুরিজম অ্যান্ড সিভিল অ্যাভিয়েশন মন্ত্রী Tshering Thendup Bhutia এই উদ্ধারকাজের তত্ত্বাবধানে রয়েছেন। শনিবার সন্ধ্যায় একটি সরকারি বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, রবিবার থেকে উদ্ধারকাজ শুরু হবে।

আরও পড়ুন : Shootout at Belgharia : দিনেদুপুরে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি!

Tourism and Civil Aviation Secretary সিএস রাও জানান, প্রায় ১২১৫ পর্যটক, ১২ বিদেশি লাচুঙে আটকে রয়েছেন। জানা গিয়েছে, ধস এবং প্রবল বৃষ্টিতে কমপক্ষে ৬ জন প্রাণ হারিয়েছে। খাবারের ঘাটতি দেখা দিয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন বহু জায়গা। মোবাইল নেটওয়ার্কেও সমস্যা রয়েছে।

প্রশাসন থেকে সিকিমে (Sikkim) নিহতদের পরিবারের পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular