Friday, November 22, 2024
Homeরাজ্যনদিয়াNadia Bird Rescued আনুমানিক ১ কোটি টাকা মূল্যের ব্ল্যাক ভালচার পাখি উদ্ধার,...

Nadia Bird Rescued আনুমানিক ১ কোটি টাকা মূল্যের ব্ল্যাক ভালচার পাখি উদ্ধার, গ্রেফতার ২

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা: Nadia Bird Rescued বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় সীমান্তবর্তী এলাকা থেকে আনুমানিক এক কোটি টাকা মূল্যের ব্ল্যাক ভালচার পাখি উদ্ধার করল পুলিশ। গ্রেফতার ২ পাচারকারী। সূত্রের খবর, নদিয়ার ভীমপুর থানার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মলুয়াপাড়া এলাকার অধিকাংশ জায়গায় এখনও কাঁটাতার দিয়ে ঘেরা সম্ভব হয়নি। এই সুযোগটাকে গ্রহণ করে ওই এলাকার এবং বাংলাদেশের সীমান্ত ঘেষা কিছু মানুষ বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ চোরাচালান করে থাকে। এমনই খবর ছিল দীর্ঘদিন ধরে ভীমপুর থানার কাছে। গতকাল রাতে আনুমানিক ১টার সময় গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভীমপুর থানার আধিকারিকেরা মলুয়া পাড়ার সীমান্ত ঘেষা মাঠে অভিযান চালায়।

পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে মহামূল্যবান ব্লাক ভালচার Nadia Bird Rescued

অভিযান চালানোর সময় ছটি পাখি রাখার কাঠের বাক্স উদ্ধার হয়। জানা যায় ওই পাখির বাক্সগুলি মাথায় করে বাংলাদেশ থেকে বয়ে নিয়ে আসছিল মলুয়া পাড়ার উদ্দেশে । পুলিশকে দেখে পাখির খাচাগুলো ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ দুজনকে ধরতে সক্ষম হয়। পাখিগুলো উদ্ধারের পর দেখা যায় সবগুলোই মহামূল্যবান ব্লাক ভালচার। উদ্ধারকৃত পাখিগুলোর বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা। এই পাখিকাণ্ডে গ্রেফতার হওয়া আসামিদের নাম হল আশিস সিদ্ধা (২৩), অসিত সিদ্ধা (২১)। অভিযুক্তদের আজ কৃষ্ণনগর জেলা দায়রা জজ আদালতে তোলা হবে।

আরও পড়ুন : Train Blockade দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় নলপুর স্টেশনে রেল অবরোধ

আরও পড়ুন : Rescue bombs বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ায়

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular