Saturday, July 27, 2024
HomeGANGASAGAR Mamata cautions against rise of Omicron     ভয় নয়, সতর্কতা অবলম্বনের বাণী...

 Mamata cautions against rise of Omicron     ভয় নয়, সতর্কতা অবলম্বনের বাণী মমতার

Mamata cautions against rise of Omicron     ভয় নয়, সতর্কতা অবলম্বনের বাণী মমতার

ইন্ডিয়া নিউজ বাংলাঃ    চোখ রাঙাতে শুরু করেছে  করোনার তৃতীয ঢেউ। ওমিক্রনের সংক্রমণের গতি প্রতিদিন বাড়ছে। কলকাতাতে ধরা পড়েছে ওমিক্রন। কেন্দ্র ও রাজ্যের স্বাস্থ্য ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে। সংক্রমণের হাত থেকে বাঁচতে দেশের সব রাজ্যেই সতর্কতা জারি করেছে বিভিন্ন রাজ্য সরকার। আমাদের রাজ্যে কিভাবে মোকাবিলা করা হবে ওমিক্রনের। বর্ষ বিদায় কিংবা নতুন বছরকে স্বাগত জানাতে সাধারণ মানুষের যে ভাবে পথে নামে তা আটকাবে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন । সব বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগর থেকে ফেরার পথে সাংবাদিকদের জানিয়েছেন। কি বললেন মুখ্যমন্ত্রী তা এক নজরে দেখে নেওয়া যাক।

‘‘করোনার জন্য অর্থনীতি স্তব্ধ হয়ে গিয়েছিল। আবার নতুন করে সব কিছু বন্ধের পথে গেলে সাধারণ মানুষের উপর চাপ তৈরি হবে। পরিস্থিতি পর্যালোচনা করে তবেই এ ব্যাপারে সিন্ধান্ত নেওয়া হবে।’’

’’ লোকাল ট্রেন এবং স্কুল-কলেজ বন্ধ নিয়ে সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। ”

‘‘ব্রিটেন থেকে বিমানে যাঁরা আসছেন, তাঁদের বেশি ওমিক্রন ধরা পড়েছে। অনেকে টেস্ট করাতে বিরক্ত হচ্ছেন। কিন্তু বিরক্ত হলে চলবে কী করে।’’

‘‘বর্ষবরণের উৎসব আটকাব কী করে! তবে আমরা বর্ষবরণের পরিস্থিতির উপর নজর রাখছি।’’ , ‘‘সকলকে কোভিড বিধি মেনে চলার অনুরোধ করছি।’’

“আরে আশ্চর্য! নতুন বছরকে আমি কী করে আটকাব? আশ্চর্য তো! আপনার কাগজের কী উৎসব, আপনার টিভির কী উৎসব! সবসময় নেগেটিভ খেলেন কেন?”

“ প্লিজ দয়া করে উত্তেজনা ছড়াবেন না। আপনাদের কাছে আমার হাতজোড় করে অনুরোধ। আপনারা দুটো কোভিডে সহযোগিতা করেছেন, আমি মিডিয়ার কাছ থেকে সহযোগিতা পজেটিভ চাইছি।”

‘‘গঙ্গাসাগরে মানুষের মেলা তাই আটকাতে পারব না।’’
SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular