অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : Madan Mohan Temple in Cooch Behar দোল উৎসবে কোচবিহার মদনমোহন মন্দিরে উপচে পড়েছে সাধারণ মানুষের ঢল। প্রতিবছরই দোল উৎসবে কোচবিহার মদনমোহন মন্দিরে সকাল-সকাল পুজো দিয়ে ও মদনমোহন ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপরেই আবির খেলা শুরু করেন সাধারণ মানুষ। মূলত দীর্ঘ দুই বছর করোনাকাল কাটিয়ে এ বছর মানুষের সমাগম দেখা গেল কোচবিহার মদনমোহন মন্দিরে। শুধু কোচবিহারবাসী নয়, বিভিন্ন জায়গা থেকে লোকজন এই ঐতিহ্যবাহী মন্দিরে দোল উৎসবের দিন আসেন।
আজকের দিনে মদনমোহনকে ঘর থেকে বের করে বারান্দায় রাখা হয়। সেখানেই মদনমোহনের পায়ে মানুষ যাতে আবির দিতে পারে সেই সুযোগ করে দেন দেবোত্তর ট্রাস্ট বোর্ড। প্রথা অনুযায়ী দোল পূর্ণিমার দিন মদনমোহন ঠাকুরের পায়ে আবির দিয়ে রঙের উৎসব শুরু হয়। কিন্তু দীর্ঘ দুই বছর করোনা মহামারীর কারণে এই উৎসব বন্ধ থাকায় এবছর সাধারণ মানুষ বেশ খুশিতেই একে অপরকে আবির লাগাচ্ছে। মদনমোহনের কাছে ভক্তেরা প্রার্থনা করছেন আগামী দিনগুলো যেন সুখে শান্তিতে দিনযাপন করতে পারেন এবং করোনা মহামারী বা এই ধরণের কোনও ভাইরাস থেকে আর না আসে। পাশাপাশি এদিন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সকাল-সকাল মদনমোহন মন্দিরে এগিয়ে মদনমোহন ঠাকুরের পায়ে আবির দিয়ে প্রণাম করেন এবং তারপরেই বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।
Madan Mohan Temple in Cooch Behar
আরও পড়ুন : ISKCON Mayapur Holi Festival মহাপ্রভুর আবির্ভাব দিবসে হোলি উৎসবে লক্ষাধিক ভক্তের সমাগম মায়াপুরে
————
Published by Subhasish Mandal