সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : Liquor confiscated in Dhupguri সবজিবোঝাই পিক আপ ভ্যান থেকে উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ মদ। গোপন সূত্রে খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশের অভিযানে উদ্ধার প্রায় ২৩০ লিটার মদ। জানা যায় এদিন গয়েরকাটা এলাকার দিক থেকে একটি সবজি বোঝাই পিক আপ ভ্যান ধূপগুড়ি থানার দিকে আসছিল। সেই সময় ধূপগুড়ি থানা এলাকার বামনী ব্রিজ লাগোয়া নাকা পয়েন্টে থাকা পুলিশকর্মীরা সন্দেহভাজন গাড়িটিকে আটক করে। চালক এবং গাড়িতে থাকা এক ব্যক্তির কথায় অসঙ্গতি ধরা পড়লে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
তল্লাশি চালিয়ে ১২টি কার্টেন ভর্তি অবৈধ মদ উদ্ধার Liquor confiscated in Dhupguri
গাড়িটিতে তল্লাশি চালাতে গিয়ে ১২টি কার্টেন ভর্তি অবৈধ মদ উদ্ধার হয়। সবজির আড়ালে এই কার্টেনগুলিকে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় চালক ও গাড়িতে থাকা ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সুভাষ মুখিয়া এবং রঞ্জিৎ রায়। সুভাষ মুখিয়ার বাড়ি দাড়ভাঙা এবং রঞ্জিৎ রায়ের বাড়ি ধূপগুড়ি পুরসভার ৯ নং ওয়ার্ডে। ধৃতরা জানায় বানারহাট ব্লকের দূরামারী বাজার এলাকা থেকে গাড়িটিতে মালবোঝাই করে দ্বারভাঙা নিয়ে যাওয়া হচ্ছিল। ধূপগুড়ি থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Liquor confiscated in Dhupguri
আরও পড়ুন : Attack on CPIM procession in Mathabhanga : মাথাভাঙ্গায় সিপিআইএমের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার
———–
Published by Subhasish Mandal