Thursday, November 21, 2024
Homeরাজ্যJagdeep Dhankhar : "লোক বলছে পশ্চিমবঙ্গ গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে",...

Jagdeep Dhankhar : “লোক বলছে পশ্চিমবঙ্গ গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে”, বিস্ফোরক মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনকড়ের

ইন্ডিয়া নিউজ বাংলা

ব্যারাকপুর : সুযোগ পেলেই রাজ্য প্রশাসনকে বিঁধতে কসুর করছেন না রাজ্যপাল জগদীপ ধনকড়। কদিন আগেই রাজ্য বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে পাশে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেখে বলেছিলেন বাংলায় কোন আইনের শাসন নেই। এমনকি  বিধানসভার স্পিকার পর্যন্ত তাঁর কথা শুনছেন না বলে অভিযোগ করেছিলেন। তার একদিন পরেই ২৬ জানুয়ারী রেড রোডে প্যারেড গ্রাউন্ডে রাজ্যপাল মুখ্যমন্ত্রী মুখোমুখি সৌজন্য বিনিময় হলেও কোন বাক্যালাপ হয়নি। সেই রেশ কাটতে না কাটতেই রবিবার ব্যারাকপুর গান্ধিঘাটে গান্ধিজী প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল। তিনি বলেন ‘‌গান্ধীজি অহিংসা ও শান্তির প্রতীক ছিলেন। তিনি আজীবন হিংসার বিরুদ্ধে লড়াই করেছেন। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় হিংসার কোনও জায়গা নেই। হিংসা ও গণতান্ত্রিক ব্যবস্থা একে অপরের বিরোধী। আমার অনুরোধ বিধানসভা নির্বাচনে যে পরিস্থিতি আমাদের দেখতে হয়েছে সেই পরিস্থিতি যেন আর দেখতে না হয়। গত বছর এই রাজ্যে নির্বাচনের সময় হিংসার তাণ্ডব–নৃত্য দেখেছিলাম আমরা।’‌

গান্ধিজীর প্রয়াণ দিবসে ব্যারাকপুর গান্ধিঘাটে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তবে তিনি রাজ্যপালের সঙ্গে এক সারিতে ছিলেন না। পরে তিনি সাংবাদিকদের জানান অর্জুন সিং বিরুদ্ধে খুনের মামলা আছে তাই  এক মঞ্চে বসতে চাননি । অন্যদিকে জগদীপ ধনকর সাংসদ অর্জুন সিংকে সঙ্গে নিয়ে রাজ্য প্রসাশনের বিরুদ্ধে সুর চড়ান রাজ্যপাল ।তিনি বলেন “আমি পশ্চিমবঙ্গের পবিত্র ভূমিকে রক্তরঞ্জিত হতে দেখতে পারব না। লোক বলছে পশ্চিমবঙ্গ গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে। এটা আমি সহ্য করতে পারব না। আমাদের সকলের কর্তব্য শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মানবতা রক্ষা করা।” এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “অনেক চেষ্টা করেছি, কিন্তু, নবান্ন বলছে ‘অল ইজ ওয়েল’।” এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী কাজ করবেন। তাঁর কাছে আবেদন সময় বার করে আমার সঙ্গে কথা বলুন। ব্যক্তিগত ইগো নিয়ে চলা ঠিক নয়।”

আর ও পড়ুন :Body recovered in Howrah ১৫ দিন ধরে মেয়ের পচাগলা দেহ আগলে মা! রবিনসনকাণ্ডের ছায়া হাওড়ায়

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular