ফের সংবাদ শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)৷ অধ্যাপকের মৃত্যু ঘিরে তোলপাড় পরিস্থিতি৷ উত্তরাখণ্ডের একটি হোটেলের ঘর থেকে দর্শন বিভাগের অধ্যাপক মৈনাক পালের দেহ উদ্ধার করা হয়েছে। গলা এবং হাত কাটা ছিল তাঁর।
কী জানা গিয়েছে?
সূত্রের খবর, দুই বন্ধুর সঙ্গে উত্তরাখণ্ডে বেড়াতে গিয়েছিলেন মৈনাক পাল। তবে বাড়ি ফেরার সময় অবশ্য় তিনি একাই ছিলেন। জানা যায়, লালকুয়াঁয় একটি হোটেলে উঠেছিলেন তিনি। শনিবার সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল তাই নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷
আরও পড়ুন: Firhad Hakim: রেখা পাত্রকে ‘মাল’ বলে বিতর্কের শিরোনামে ফিরহাদ! কী সাফাই দিলেন মন্ত্রী?
প্রশ্ন উঠছে, অধ্যাপকের দেহ রক্তাক্ত কেন ছিল? ময়নাতদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে বলে অনেকের মনে করছেন। তাঁর মৃত্যুতে, এই মুহূর্তে গোটা ক্যাম্পাসে (Jadavpur University) শোকের ছায়া৷
প্রসঙ্গত, মেধাবী অধ্যাপক মৈনাক পাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। সেখানেই অধ্যাপনা শুরু করেন তিনি। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) থেকে উচ্চশিক্ষা সম্পূর্ণ করেন। ২০২২ সাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছিলেন তিনি।