Sunday, February 16, 2025
Homeরাজ্যকোচবিহারIndian Girl Detained in Bangladesh প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে আটক ভারতীয়...

Indian Girl Detained in Bangladesh প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে আটক ভারতীয় তরুণী

প্রসেনজিৎ রাহা, শিলিগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : Indian Girl Detained in Bangladesh প্রেমের টানে ভারত থেকে সীমান্তের কাটাতার অতিক্রম করে অবৈধ ভাবে বাংলাদেশের পঞ্চগড়ে প্রবেশ করল ভারতীয় তরুণী। উত্তর দিনাজপুর জেলার হরিয়ানা গ্রামের খুসনামা নামে বছর সতেরোর ওই নাবালিকাকে আটক করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সায়েম মিয়া। বৃহস্পতিবার দুপুরেই বাংলাদেশের তেতুঁলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের এক বাড়ি থেকে তাঁকে আটক করে পুলিশ।

জানা যায়, ধৃত ওই তরুণীর বাড়ি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার হরিয়ানা গ্রামে। স্থানীয় ইসরাইল হোসেনের মেয়ে খুসনামা। সূত্রের খবর, প্রেমিকার আটকের খবর পেয়ে তাঁকে উদ্ধার করতে থানায় হাজির হয়েছেন বছর ২১-এর বাংলাদেশি প্রেমিক আব্দুল লতিব ওরফে রাকিব। লতিফ বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙি এলাকার ইসরাইলের বাসিন্দা।

ভারতের মুড়িখাওয়া সীমান্ত হয়ে পঞ্চগড়ের তেতুঁলিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে যায় তরুণী Indian Girl Detained in Bangladesh

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে গত ১৬ ফেব্রুয়ারি বুধবার রাতে ভারতের মুড়িখাওয়া সীমান্ত হয়ে পঞ্চগড়ের তেতুঁলিয়া থানার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে যায় তরুণী খুসনামা। বাংলাদেশে প্রবেশের পরে তেতুঁলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দার পাড়া গ্রামের হাসিনুর রহমান নামে এক ব্যাক্তির সাথে পরিচয় হয় তার। পরে তিনি ওই তরুণীকে তাঁর বাড়িতে নিয়ে যান। বৃহস্পতিবার দুপুরে তেতুঁলিয়া মডেল থানার পুলিশ খবর পেয়ে ওই তরুণীকে আটক করে থানায় নিয়ে যায়। প্রেমিকা খুসনামা বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুঁলিয়ায় এসেছে জেনে প্রেমিক আব্দুল লতিব ওরফে রাকিবও তেঁতুলিয়া থানায় ছুঁটে যায় বলে খবর।

ভারত থেকে প্রেমিকা এসেছে শুনে তেতুঁলিয়ায় ছুটে আসেন বাংলাদেশি প্রেমিক Indian Girl Detained in Bangladesh

 

 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সায়েম মিয়া বলেন, তরুণীকে আটক করার পর খবর দেওয়া হয় বিজিবিকে। বিকেলে তারা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সাথে ভারতের হাপ্তিয়াগছ বড়বিল্লা সীমান্তের জিরো লাইনে পতাকা বৈঠক করে। শুক্রবার সকাল ১০টায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ভারতে পাঠানোর প্রক্রিয়া চলে। বর্তমানে ওই প্রেমিকযুগল থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

Indian Girl Detained in Bangladesh

আরও পড়ুন : Gas Leak at Durgapur Steel Plant দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস লিক করে তিন শ্রমিকের মৃত্যু

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular