Sunday, September 8, 2024
Homeরাজ্যদক্ষিণ দিনাজপুরInauguration of Quit India Movement Memorial and District Police Museum at Balurghat...

Inauguration of Quit India Movement Memorial and District Police Museum at Balurghat ভারত ছাড়ো আন্দোলনের স্মৃতিসৌধ ও জেলা পুলিশ সংগ্রহশালার উদ্বোধন বালুরঘাটে

পীযূষ সরকার, দক্ষিণ দিনাজপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বরে ১৯৪২-এর ভারত ছাড়ো আন্দোলনের স্মৃতিসৌধের শুভ উদ্বোধন করলেন জেলাশাসক আয়েশা রানি এ। এছাড়াও এদিনের উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক বিবেক কুমার, সদর মহকুমা শাসক সুমন দাসগুপ্ত, জেলা পুলিশ সুপার রাহুল দে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে, বালুরঘাট দিবস উদযাপন কমিটির সভাপতি পীযূষকান্তি দেব-সহ অন্যান্য আধিকারিকরা। প্রসঙ্গত, বালুরঘাট জেলা প্রশাসন ভবন চত্বরে আগে থেকেই ছিল ভারত ছাড়ো আন্দোলনের শহিদদের স্মৃতিসৌধ। কিন্তু বছর কয়েক আগে জেলা প্রশাসনিক ভবন চত্বরের নতুন ভবন তৈরি করার সময় স্মৃতিসৌধটি ভেঙে দেওয়া হয়। তারপর বহুদিন কেটে গেলেও নতুন করে আর স্মৃতিসৌধটি তৈরি করা হয়নি। বালুরঘাট দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে এ বিষয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পর অবশেষে বর্তমান জেলাশাসক আয়েশা রানি এ-র ঐকান্তিক প্রচেষ্টায় স্মৃতিসৌধটি নবরূপে তৈরি করা হয়।

১৯৪২-এর ভারত ছাড়ো আন্দোলনের স্মৃতিসৌধের উদ্বোধনে জেলাশাসক আয়েশা রানি এ

Inauguration of Quit India Movement Memorial and District Police Museum at Balurghat স্মৃতিসৌধ ও জেলা পুলিশ সংগ্রহশালার উদ্বোধন

জেলা পুলিশ সংগ্রহশালা ঘুরে দেখছেন জেলাশাসক আয়েশা রানি এ এবং জেলা পুলিশ সুপার রাহুল দে

আরও পড়ুন : Omicron Variant kolkata দৈনিক সংক্রমণ ৩০ থেকে ৩৫ হাজারে পৌঁছাতে পারে, সতর্ক প্রশাসন

অন্যদিকে, বালুরঘাট থানায় নতুন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সংগ্রহশালার শুভ উদ্বোধন করলেন জেলাশাসক আয়েশা রানি এ এবং জেলা পুলিশ সুপার রাহুল দে। বৃহস্পতিবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট থানায় এই সংগ্রহশালার শুভ উদ্বোধন করা হয়। যেখানে জেলার বিভিন্ন ইতিহাস ছবি আকারে তুলে রেখে সংরক্ষিত করে রাখা হয়েছে। নতুন প্রজন্মের যুবক-যুবতীরা এবং জেলাবাসীরা নিজের জেলা সম্বন্ধে আরও বেশি করে অবগত হবে এ সংগ্রহশালায়। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে জেলাশাসক ও পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে এবং বালুরঘাট থানার আইসি অসীম গোপ-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular