Saturday, July 27, 2024
Homeরাজ্যArrested for breaking ATM in Howrah এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা, ধৃত...

Arrested for breaking ATM in Howrah এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা, ধৃত ঝাড়খণ্ডের বাসিন্দা

অনুপ রায়, হাওড়া, ইন্ডিয়া নিউজ বাংলা : হাওড়ার বেলগাছিয়া এলাকায় এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে ব্যাঁটরা থানার অন্তর্গত বেনারস রোডের বেলগাছিয়া অঞ্চলের একটি বেসরকারি সংস্থার এটিএম ভাঙে এক দুষ্কৃতী।

Arrested for breaking ATM in Howrah এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টায় ধৃত ১

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে পুলিশের টহলদারি চলার সময় এক ব্যক্তিকে দেখতে পান এটিএম ভাঙতে। তখনই ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃত ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা বলেই জানা গেছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ব্যাঁটরা থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আর কেউ জড়িত কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে ব্যাঁটরা থানার পুলিশ। স্থানীয় এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী জানান এই ঘটনায় যথেষ্টই আতঙ্কিত তাঁরা।

আরও পড়ুন : Price of Petrol and Diesel is decreasing নতুন বছর থেকে ২৫ টাকা কম!

বেশ কয়েক মাস আগে এই এটিএম থেকে পাঁচশো মিটার দূরে আর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভাঙার ঘটনা ঘটে। পুলিশ তাদের ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এ মাসের প্রথম সপ্তাহে ডোমজুড় এলাকায় এটিএম ভেঙে টাকা লুঠ করে পালায় দুষ্কৃতীরা। বারংবার হাওড়ায় এটিএম লুঠের ঘটনায় প্রশ্নের মুখে এটিএম নিরাপত্তা।

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular