Tuesday, September 17, 2024
Homeরাজ্যIllegal call center raid in Siliguri বেআইনি কলসেন্টারে হানা, শিলিগুড়িতে গ্রেফতার এক...

Illegal call center raid in Siliguri বেআইনি কলসেন্টারে হানা, শিলিগুড়িতে গ্রেফতার এক ব্যক্তি-সহ ৩৮ জন তরুণী

প্রসেনজিৎ রাহা, শিলিগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : বেআইনি কলসেন্টারে হানা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। অভিযানে কল সেন্টারের মালিক-সহ গ্রেফতার ৩৮ জন। শুক্রবার সন্ধ্যাবেলা গোপন সূত্রের খবর পেয়ে শিলিগুড়ির ১৩ নং ওয়ার্ডের আশ্রমপাড়ার সৌরভ পাল নামে এক ব্যক্তির ভাড়াবাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে হাতেনাতে এক ব্যক্তি-সহ ৩৮ জন তরুণীকে গ্রেফতার করা হয়। এসিপি পূর্ব শুভেন্দ্র কুমারের নেতৃত্ব শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ অবৈধ কল সেন্টারের বিরুদ্ধে অভিযানে নামে। বাজেয়াপ্ত করা হয় কল সেন্টারে থাকা মোবাইল ফোন, কম্পিউটার এবং বিভিন্ন কাগজপত্র।

যুবকদেরকে ফোন এবং ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমে প্রতারণার অভিযোগ Illegal call center raid in Siliguri

আরও পড়ুন : Bear was caught in Kumargram ফের ভাল্লুক ধরা পড়ল কুমারগ্রামে, আতঙ্ক এলাকাজুড়ে

গতকাল সন্ধ্যায় সৌরভ পাল-সহ ৩৮ জন তরুণীকে শিলিগুড়ি থানায় নিয়ে আসা হয়। এরপর শনিবার ১টা নাগাদ প্রত্যেকে শিলিগুড়ি থানা থেকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। অভিযোগ, এই কল সেন্টার থেকে মহিলারা তরুণ-যুবকদেরকে ফোন এবং ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমে প্রতারণা করত। ফোনো-ফ্রেন্ডের নামে চলা এই অবৈধ কল সেন্টারে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular