অনুপ রায়, হাওড়া, ইন্ডিয়া নিউজ বাংলা : ভরদুপুরে জোড়া রহস্যমৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার চারাবাগানে। স্বামী-স্ত্রীর জোড়া মৃতদেহ দরজা ভেঙে উদ্ধার করল পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে জন্য হাওড়া হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ফেসবুক ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর ঝামেলা চলার কারণে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
(Husband and wife’s body recovered in Howrah) স্বামী-স্ত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
সূত্রের খবর, স্ত্রী মৌসুমী মাইতিকে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন স্বামী গৌতম মাইতি। মৃত দম্পতির দুই মেয়ে আঁকা স্কুল থেকে বাড়ি ফিরে এসে ডাকাডাকি করলে কেউ সাড়া না দেওয়ায় প্রতিবেশীদের জানায়। এরপর প্রতিবেশীরা চ্যাটার্জিহাট থানাকে খবর দিলে দরজা ভেঙে দেখা যায় ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মা মৌসুমী মাইতি এবং গলায় দড়ি দিয়ে ঝুলছে বাবা গৌতম মাইতি। মৃত দম্পতির বড় মেয়ে পুলিশকে জানিয়েছে যে, ফেসবুক ব্যবহারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মা-বাবার ঝামেলা লেগেই ছিল। বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোনগুলি। ঠিক সেই কারণে খুন না অন্য কিছু তদন্ত করে দেখছে চ্যাটার্জিহাট থানার পুলিশ।
Published by Subhasish Mandal