ইন্ডিয়া নিউজ বাংলা
Howrah Murder
অনুপ রায়, হাওড়া : আমতার সারদা দক্ষিন খাঁ পাড়ায় এক ছাত্রকে তিনতলা থেকে নীচে ফেলে খুনের অভিযোগ আমতা থানার পুলিশের বিরুদ্ধে। গতকাল রাত ১টা নাগাদ, ৩জন সিভিক পুলিশসহ ৪পুলিশ কর্মী মৃত আনিশ খানের (২৮)বাড়িতে হানা দেয়। মৃত ছাত্রের বাবার মাথায় বন্দুক ঠেকিয়ে এক পুলিশকর্মী তাকে আটকে রাখে। বাকিরা তিনতলায় উঠে আনিশ খান নামে আলিয়া বিশ্ববিদ্যালয়ের এম বি এ এর ছাত্রকে নিচে ফেলে দেয় বলে অভিযোগ ।
দেহ আটকে রেখে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের Howrah Murder
পরিবারের আরো অভিযোগ, রাত্রি ৩টে নাগাদ ঘটনার কথা পুলিশকে জানালেও এদিন সকাল ৮টা নাগাদ পুলিশ ঘটনাস্থলে আসে। পরিবারসুত্রে জানা যায় কলেজে পড়ার সময়ে ছাত্র রাজনীতি করত। সেই সময়ে কোন ঘটনায় জড়িয়ে পড়ার কারণে ওই ছাত্রের বিরুদ্ধে বাগনান থানায় অভিযোগ দায়ের হয় বছর পাঁচেক আগে।
সেই ঘটনায় বাগনান থানার চাপে এদিন আমতা থানার পুলিশ ওই ছাত্রের সন্ধানে তার বাড়িতে যায় বলে পরিবার সূত্রে জানা যায়। রাত্রি ৩টে নাগাদ খবর দিলেও পুলিশ এদিন সকাল ৮টা নাগাদ এসে পৌঁছায়। দেহ আটকে রেখে বিক্ষোভ এলাকার বাসিন্দারা। আমতা থানায় আসেন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি।