Saturday, December 7, 2024
Homeরাজ্যBSF seizes 1265 gram gold biscuits from Indo-Bangladesh border : ...

BSF seizes 1265 gram gold biscuits from Indo-Bangladesh border : বিএসএফের তৎপরতায় এক শিশুর কাছ থেকে ১১ টি সোনার বিস্কুট উদ্ধার

ইন্ডিয়া নিউজ বাংলা.

BSF seizes 1265 gram gold biscuits from Indo-Bangladesh border

সোমনাথ মজুমদার, বনগাঁ : সোনা পাচারে শিশুদের সরলতার সুযোগ নিচ্ছে পাচারকারীরা। বিএসএফের তৎপরতায় এক শিশুর কাছ থেকে ১১ টি সোনার বিস্কুট উদ্ধার হওয়ার ঘটনায় এ তথ্যই সামনে আসছে৷, উত্তর ২৪ পরগনার বাগদা থানার অন্তর্গত মধুপুর বিওপি এলাকায় কর্তব্যরত ১৫৮নম্বর ব্যাটেলিয়ানে র কর্তব্যরত জওয়ানদের তৎপরতায় উদ্ধার হয় ১১ টি সোনার বিস্কুট। উদ্ধার হওয়া বিস্কুট গুলির ওজন ১২৬৫ গ্রাম, যার আনুমানিক বাজার দর ৬৫ লক্ষ ৪৮হাজার টাকা ৷

সোনার বিস্কুট গুলির ওজন ১২৬৫ গ্রাম   BSF seizes 1265 gram gold biscuits from Indo-Bangladesh border

বিএসএফ সূত্রে জানা গেছে, মধুপুর এলাকায় প্রতিদিনের মত ডিউটি করছিলেন বিএসএফ জওয়ানরা।  তারকাটার গেটের পাশে জমিতে বাবার সাথে কাজে গিয়েছিল ১১ বছরের ওই নাবালক, নিয়মমাফিক গেটে যাওয়া আসার সময় বিএসএফের পক্ষ থেকে তল্লাশি করা হয়, তল্লাশি অভিযান এর সময় ১১ বছর বয়সেই নাবালকের কাছ থেকে ১১ টি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ।

সোনার বিস্কুটগুলি শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে  BSF seizes 1265 gram gold biscuits from Indo-Bangladesh border

ভারত- বাংলাদেশ সীমান্তের সীমান্তবর্তী গ্রাম হরিহরপুর৷ বিএসএফ সূত্রের খবর ওই গ্রামের বাসিন্দা বাবা ও ছেলে প্রতিদিনের মতো জমিতে কাজে গিয়েছিল ৷ মাছ ধরা, ও জমির কাজ শেষে ফিরে আসার সময় নাবালকের কাছ থেকে বিস্কুট গুলি উদ্ধার হয়, তবে ওই নাবালকের বাবা পলাতক।এই ঘটনা সামনে আসার পর হতবাক সমাজের বিশিষ্টজনেরা, তাদের মতে অসাধু উপায়ে পয়সা উপার্জনের লক্ষ্যে শিশুদের রেয়াত করছে না পাচারকারীরা, তাদের অজান্তেই শিশুদের ঠেলে দেওয়া হচ্ছে অন্ধকারের দিকে।  যার ফলে অচিরেই নষ্ট হচ্ছে শৈশব, এর দায় কে নেবে? প্রশ্ন তুলেছেন সকলেই৷ বিএসএফের পক্ষ থেকে জানা গেছে, নাবালকের স্বীকারোক্তি অনুযায়ী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তার হাতে সোনার বিস্কুট গুলি দিয়েছিল, সীমান্ত এলাকা পার করিয়ে দেওয়ার ঐ ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে বিএসএফ। পাশাপাশি বিএসএফ সূত্রে আরও জানা গেছে উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি নিয়ম মেনে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

BSF seizes 1265 gram gold biscuits from Indo-Bangladesh border

আর ও পড়ুন  Shootout at Dinhata তৃণমূল কাউন্সিলারের স্বামীকে লক্ষ্য করে গুলি! উত্তপ্ত দিনহাটার ২ নম্বর ওয়ার্ড

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular