মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিলি করার অভিযোগ উঠল পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালের কর্মীর বিরুদ্ধে৷ অভিযোগ, মৌলপুর গ্রামীণ হাসপাতাল থেকে রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে৷ এই নিয়ে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় মঙ্গলবাড়ি সংলগ্ন সারদা কলোনির এক বাসিন্দা।
কী জানা গিয়েছে?
জানা গিয়েছে, পুরাতন মালদার মঙ্গলবাড়ী এলাকার সারদা কলোনির বাসিন্দা বসুদেব ঘোষ কয়েকদিন আগে আহত হন, বাঁ পায়ে আঘাত লাগে। সোমবার স্থানীয় মৌলপুর স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার দেখান। সেখান থেকে যে ওষুধ দেওয়া হয়, পরবর্তী সময়ে দেখা যায় ওষুধটি মেয়াদ উত্তীর্ণ। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে গেলে তারা গুরুত্ব দিতে চাননি বলে অভিযোগ। বাধ্য হয়ে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ করেন ওই বসুদেব ঘোষ।
আরও পড়ুন: Dilip Ghosh: ‘দুর্ভাগ্য, মমতা ব্যানার্জির মহিলাদের নিয়ে কোনও চিন্তা নেই’, মন্তব্য দিলীপের
বসুদেব ঘোষের অভিযোগ, ‘ওষুধ খেয়ে পায়ের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। এই ওষুধ খেলে আমার আরও ক্ষতি হবে। আমি জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। সরকারি হাসপাতাল থেকে যে এমন ওষুধ দেওয়া হবে, ভাবতে পারিনি।’
সরকারি স্বাস্থ্যকেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন এমন ঘটনা ঘটল সেই নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালে এমন ঘটনা ঘটলে সাধারণ মানুষ যাবেন কোথায়? এই দায় কার?