Sunday, September 8, 2024
Homeরাজ্যউত্তর ২৪ পরগণাForest Department rescues turtles from Habra হাবরা থেকে ২৯২টি কচ্ছপ উদ্ধার বন...

Forest Department rescues turtles from Habra হাবরা থেকে ২৯২টি কচ্ছপ উদ্ধার বন দফতরের

 উষ্ণীষ ঘোষ, বারাসত, ইন্ডিয়া নিউজ বাংলা : উত্তর ২৪ পরগনার হাবরা থেকে ২৯২টি কচ্ছপ উদ্ধার করল বন দফতর। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে অভিযান চালায় বারাসত রথতলা রেঞ্জ অফিসের আধিকারিকরা। তবে কচ্ছপ উদ্ধার হলেও কারা এর সঙ্গে জড়িত তার হদিশ নেই। কচ্ছপগুলি পাচারের উদ্দেশেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে বন দফতর সূত্রে খবর।

হাবরা থেকে ২৯২টি কচ্ছপ উদ্ধার বন দফতরের Forest Department rescues turtles from Habra

আরও পড়ুন : Gangasagar Mela 2022 মকর সংক্রান্তির সকালে সাগরে পুণ্যস্নান, উধাও কোভিডবিধি

এদিন সকালে রেঞ্জ অফিসার ভাস্করজ্যোতি পালের নেতৃত্বে অভিযান চালিয়ে একসঙ্গে ২৯২টি কচ্ছপ উদ্ধার করা হয়। কচ্ছপগুলি হাবরা এলাকায় বস্তার মধ্যে করে রাখা ছিল। উদ্ধার করা কচ্ছপগুলি পরবর্তীতে কোনও নিরাপদ জলাশয়ে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর সূত্রে জানা যায়। এই ঘটনায় কারা যুক্ত বা এই কচ্ছপ থেকে অন্য কোনও উদ্দেশ্য আছে কিনা তার খোঁজে তল্লাশি চালাচ্ছেল বন দফতর।

——-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular