শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা: Forensic Team to Investigate Bomb Blasts in Basanti বাসন্তীতে বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত করতে এল ফরেন্সিক দল। সোমবার সকালে ফরেন্সিক দলের সদস্যরা এসে পৌঁছান বাসন্তীর ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১১ নম্বর সরদার পাড়া গ্রামে। এই গ্রামে গত চারদিন আগে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। একটি বাড়িতে বোমা মজুদ রাখা ছিল বলে অভিযোগ উঠেছিল, আর সেই বোমা সরাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছিল ফারুক সরদার নামে এক ব্যক্তির। ঘটনার তদন্তে নেমে বাসন্তী থানার পুলিশ হামিজ উদ্দিন সরদার বলে একজনকে গ্রেফতার করে। সেই ঘটনাটির তদন্তে এল ফরেন্সিক দল। বাড়িতে বোমা মজুত রাখা হয়েছিল, না বাইরে থেকে বোমা ছোড়া হয়েছে সেই সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে তদন্তকারী দলটি।
Forensic Team to Investigate Bomb Blasts in Basanti
আরও পড়ুন : Bomb Blast in Basanti বাসন্তীতে বোমা বিস্ফোরণ! পুড়ে ছাই বাড়ি, আটক এক
————
Published by Subhasish Mandal