Sunday, November 3, 2024
HomeAccidentForensic team at Burdwan Medical College বর্ধমান হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনার  তদন্তে ফরেনসিক...

Forensic team at Burdwan Medical College বর্ধমান হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনার  তদন্তে ফরেনসিক দল

Forensic team at Burdwan Medical College বর্ধমান হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনার  তদন্তে ফরেনসিক দল

সঞ্জিত সেন, ইন্ডিয়া নিউজ বাংলা,পূর্ব বর্ধমান:  বর্ধমান হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনার দু’দিন পর ফরেনসিক টিম তদন্ত শুরু করলো। সোমবার দুপুর ২টার পর আগুন বিশেষজ্ঞ দেবাশীষ সাহার নেতৃত্বে দুই সদস্যের ফরেনসিক টিম হাসপাতালে যান। ঘন্টা খানেক তারা হাসপাতালের সুপার তাপস ঘোষের সঙ্গে বৈঠক করেন। তারপর দুপুর ৩ – ১৫ মিনিট নাগাদ ফরেনসিক টিমের দুই সদস্য ছাড়াও বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী ও হাসপাতালের দু’জন আধিকারিক হাসপাতালের রাধারাণী ওয়ার্ডের (কোভিড ওয়ার্ড) ৬ নম্বর ব্লকে যান। সকলেই কোভিড বিধি মেনেই পিপিই কিট পড়ে যান।
শনিবার ভোররাতে হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লাগে । সেই আগুনে একজন কোভিড রোগীর মৃত্যু হয়। মৃতার নাম সন্ধ্যা মণ্ডল(৭২)। বাড়ি পূর্ব বর্ধমানের গলসির বড়মুড়িয়া গ্রামে। শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ হাসপাতালের রাধারাণী ওয়ার্ডে আগুন লাগে। বর্তমানে রাধারাণী ওয়ার্ডকে কোভিড রুগীদের জন্য ওয়ার্ড করা হয়েছে। সেখানেই ৬ নম্বর ব্লকে ভর্তি ছিলেন কোভিড রোগী সন্ধ্যা মণ্ডল।
ফরেনসিক দলের সদস্যরা ২৫ মিনিট ধরে ৬ নম্বর ব্লকে ছিলেন।তারা সেখান থেকে নমুন সংগ্রহ করেন।ফরেনসিক টিমের আগুন বিশেষজ্ঞ দেবাশীষ সাহা জানান তারা নমুনা সংগ্রহ করেছেন। সেই নমুনা ল্যাবোটারীতে পরীক্ষার পর তারা বর্ধমান থানাকে রিপোর্ট পাঠাবেন। পাশাপাশি সিসিটিভি ফুটেজের বিষয়টিও তারা দেখছেন বলে জানান দেবাশীষবাবু।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular