সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা: Fire in Moving Lorry জাতীয় সড়কে বাঁশবোঝাই চলন্ত লরিতে আগুন। মাঝ রাতে রাস্তার উপর লরি জ্বলল জাতীয় সড়কে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধূপগুড়ি ব্লকের জলঢাকা সেতু সংলগ্ন ৩১ নং জাতীয় সড়ক এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে ধূপগুড়ি থেকে ময়নাগুড়িগামী রাজস্থান রেজিস্ট্রেশন নম্বরের বাঁশবোঝাই লরি আচমকাই রাস্তার থেকে নীচে নেমে যায় চলন্ত অবস্থায়। সেই সময় অতিরিক্ত বাঁশবোঝাই লরিতে থাকা বাঁশের অংশ ভারী ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে। মুহূর্তে আগুন ধরে যায় লরিতে। লরির চালক এবং খালাসি কোনওক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন।
এদিকে পাশেই একটি পেট্রোল পাম্প ও বসতি থাকায় চাঞ্চল্য দেখা দেয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এবং ধূপগুড়ি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে দমকলের আরও একটি ইঞ্জিন পৌঁছালে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে লরিতে থাকা বাঁশ এবং লরির ব্যাপক ক্ষতি হয় বলে জানা গিয়েছে।
Fire in Moving Lorry
আরও পড়ুন : Nadia Clash রাতের অন্ধকারে দুই তৃণমূল কর্মীকে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ নদিয়ায়
————
Published by Subhasish Mandal