Friday, November 22, 2024
Homeরাজ্যকোচবিহারFarmers locked bank in Cooch Behar শস্যবিমার টাকা কেটে নেওয়ায় দিনহাটায় ব্যাঙ্কে...

Farmers locked bank in Cooch Behar শস্যবিমার টাকা কেটে নেওয়ায় দিনহাটায় ব্যাঙ্কে তালা চাষিদের

অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা:  শস্যবিমার টাকা গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়ার অভিযোগে ব্যাঙ্কে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রাহকদের। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটা ২ নং ব্লকের নয়ারহাট উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নয়ারহাট ফাঁড়ির পুলিশ। পরে অবশ্য আলোচনার মাধ্যমে বিষয়টি মিটে যায়।

শস্যবিমার টাকা কেটে নেওয়ায় দিনহাটায় ব্যাঙ্কে তালা চাষিদের Farmers locked bank in Cooch Behar

আরও পড়ুন : GPS transmitter on tortoise’s body কচ্ছপের শরীরে জিপিএস ট্রান্সমিটার! বিলুপ্ত প্রায় প্রজাতির গতিবিধি-প্রজনন জানার চেষ্টায় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প

জানা যায়, কৃষকরা শস্যবিমার জন্য নয়ারহাট উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কে কাগজপত্র জমা দিয়েছিলেন। জমা দেওয়ার কয়েক মাস পর তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শস্যবিমার টাকা কেটে নেওয়া হয়। এরপর কৃষকরা বুধবার নয়ারহাট উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়। কৃষকদের দাবি, শস্যবিমার জন্য নয়ারহাট উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কে কাগজপত্র জমা দেওয়ার কয়েক মাস পর কারও ৩ হাজার, কারও ৪ বা ৫ হাজার টাকা করে কেটে নেওয়া হয়েছে অ্যাকাউন্ট থেকে। আগাম নোটিশ না দিয়েই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শস্যবিমার টাকা কেটে নেওয়া হয়। এ বিষয়ে ব্যাঙ্ক ম্যানেজার শুভব্রত চ্যাটার্জি বলেন, নিয়ম অনুসারে তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular