রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা : English Bazar Municipality ইংরেজবাজার পুরসভার ২৬ এবং ২৭ নম্বর ওয়ার্ডের দুই তৃণমূল প্রার্থীকে নিয়ে নির্বাচনী প্রচারে রাজ্যের মন্ত্রী-সহ এক ঝাঁক নেতা-নেত্রীরা। সোমবার রাতে মালদা শহরের ঝলঝলিয়ার সূর্য সেন পল্লি এলাকায় ওই দুই তৃণমূল প্রার্থীর সমর্থনে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূল জেলা সভাপতি তথা বিধায়ক রহিম বক্সী, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ইংরেজবাজার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান বাবলা সরকার-সহ অন্যান্যরা।
এদিন ২৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী গৌতম দাস এবং ২৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী পূজা দাসের সমর্থনে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের সমালোচনায় তুলোধোনা করেন তৃণমূলের নেতা-নেত্রীরা। রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই এবার ইংরেজবাজার পুরসভায় অধিকাংশ নতুন মুখ নির্বাচনী লড়াইয়ে নেমেছে। আমরা চাই কাজের মানুষ, ভালো মানুষকে। তাই সাধারণ মানুষের সমস্যার জন্য ২৬ এবং ২৭ নম্বর ওয়ার্ডের যে দুই প্রার্থী দাঁড়িয়েছেন, তাঁরা এবারে নতুন মুখ । এলাকায় তাঁদের সুনাম এবং পরিচিতি রয়েছে। তাই আমরা বলছি ভালো মানুষের পাশে থাকুন, তৃণমূলকে ভোট দিন।’
তৃণমূলের জেলার সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, ‘এবারের নির্বাচনে ইংরেজবাজারে বিরোধী-শূন্য ফলাফল হবে। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য সাধারণ মানুষ দুই হাত তুলে আশীর্বাদ করছে। এদিনের নির্বাচনী প্রচারে মানুষের বিপুল জমায়েত দেখে তা পরিষ্কার হয়ে গিয়েছে।’
English Bazar Municipality
———–
Published by Subhasish Mandal