Sunday, October 6, 2024
Homeরাজ্যকোচবিহারSeven Bangladeshi arrested অবৈধভাবে ভারতে প্রবেশ,  চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে গ্রেফতার সাত বাংলাদেশি

Seven Bangladeshi arrested অবৈধভাবে ভারতে প্রবেশ,  চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে গ্রেফতার সাত বাংলাদেশি

অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : Seven Bangladeshi arrested সীমান্ত টপকে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শিশু-সহ সাতজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল বিএসএফ। সোমবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে সাতজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে বিএসএফের ১৪৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। বিএসএফ সূত্রে খবর, গ্রেফতার হওয়া সাত বাংলাদেশির মধ্যে তিনজন শিশু, তিনজন মহিলা এবং একজন পুরুষ রয়েছে। তাঁরা চোরাপথে সীমান্ত টপকে ভারতে ঢুকেছিলেন বলেই জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে ধৃতেরা শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন একটি বাসে চেপে। সেই সময় চ্যাংরাবান্ধা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা রাজস্থানের জয়পুর যাবে বলে ঠিক ছিল। বিএসএফের তরফে জানা গেছে ধৃতদের মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে। যদিও এখনও পর্যন্ত গ্রেফতার হওয়া বাংলাদেশিদের নাম এবং পরিচয় প্রকাশ করেনি বিএসএফ।

Seven Bangladeshi arrested

আরও পড়ুন : English Bazar Municipality ‘আমরা চাই কাজের মানুষ, ভালো মানুষকে’, ইংরেজবাজারে প্রচারে বললেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন

———–
Published by Subhasish Mandal  

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular