অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : Seven Bangladeshi arrested সীমান্ত টপকে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শিশু-সহ সাতজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল বিএসএফ। সোমবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে সাতজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে বিএসএফের ১৪৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। বিএসএফ সূত্রে খবর, গ্রেফতার হওয়া সাত বাংলাদেশির মধ্যে তিনজন শিশু, তিনজন মহিলা এবং একজন পুরুষ রয়েছে। তাঁরা চোরাপথে সীমান্ত টপকে ভারতে ঢুকেছিলেন বলেই জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে ধৃতেরা শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন একটি বাসে চেপে। সেই সময় চ্যাংরাবান্ধা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা রাজস্থানের জয়পুর যাবে বলে ঠিক ছিল। বিএসএফের তরফে জানা গেছে ধৃতদের মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে। যদিও এখনও পর্যন্ত গ্রেফতার হওয়া বাংলাদেশিদের নাম এবং পরিচয় প্রকাশ করেনি বিএসএফ।
Seven Bangladeshi arrested
———–
Published by Subhasish Mandal