Thursday, November 21, 2024
Homeরাজ্যজলপাইগুড়িElephant troupe on the banks of river Teesta তিস্তা নদীর পাড়ে দাঁড়িয়ে...

Elephant troupe on the banks of river Teesta তিস্তা নদীর পাড়ে দাঁড়িয়ে হাতির দল, রাতে গ্রামে হানা দেওয়ার ভয়ে আতঙ্কিত গ্রামবাসীরা

সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা: Elephant troupe on the banks of river Teesta তিস্তা নদীর পাড়ে থমকে দাঁড়িয়ে শিশু সন্তান-সহ এক পাল হাতি। আর সেই দৃশ্য মোবাইল ক্যামেরা বন্দি করতে ব্যস্ত অনেকেই। রাতে গ্রামে হানা দেবে না তো, উৎকণ্ঠায় এলাকাবাসী।

বৃহস্পতিবার ভোরে আলো ফুটতেই হয়তো দলপতি নির্দেশ দিয়েছে হল্ট।  অনেকটা সেই ভাবেই এখন পর্যন্ত সুশৃঙ্খল ভাবে জলপাইগুড়ি গোজলডোবার বারো নম্বর সেকশনে দাঁড়িয়ে আছে বিশাল সংখ্যার এক হাতির পাল। যদিও পথচলতি সাধারণ মানুষের কাছে থেকে দূরেই রয়েছে পালটি, তবে এলাকায় রয়েছে ঘনবসতিপূর্ণ গ্রাম। সাধারণত দিনের আলোতে যে হাতির দল এক স্থানে দাঁড়িয়ে পড়ে সেখানে সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত সচরাচর অবস্থান বদলায় না। Elephant troupe on the banks of river Teesta

হাতির পাল দেখতে পেয়ে খুশি পর্যটক থেকে অনেকেই। কিন্তু রাতে গ্রামে হানাদারের ভয়ও যে পাচ্ছেন স্থানীয়রা। খোলাখুলি সেই ভয়ের কথা বলেই দিলেন স্থানীয় বাসিন্ধা সুশান্ত বৈরাগী। অপরদিকে হাতির পাল দাঁড়িয়ে থাকার খবর পেয়েই ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বন বিভাগের সংশ্লিষ্ঠ এলাকার রেঞ্জ অফিসের কর্মীরা। ইতিমধ্যে হাতির পালকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন বনকর্মীরা বলে সূত্রের খবর।

Elephant troupe on the banks of river Teesta

আরও পড়ুন : Fake Blue Light Car Seized ভুয়ো নীলবাতি গাড়ি আটক শান্তিপুরে, পুলিশের জালে চালক

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular