সাতসকালেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই হাসপাতালে যে আর্থিক দুর্নীতি হয়েছে, তার তদন্তেই সন্দীপ ঘোষের বাড়িতে হাজির ইডি।
কী জানা যাচ্ছে?
জানা গিয়েছে, সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকার আগে ইডি আধিকারিকদের প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে৷ শুক্রবার সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে ইডি আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেলেঘাটায় সন্দীপের বাড়িতে উপস্থিত হন৷ কিন্তু সন্দীপ ঘোষ গ্রেফতার, তাই তিনি বাড়িতে নেই। এদিকে বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, কেউ বাড়ির দরজা খোলেনি বলে জানা যায়।
আরও পড়ুন : Sandip Ghosh: প্রমাণ লোপাটেই তাড়াতাড়ি সংস্কারের নির্দেশ? প্রকাশ্যে সন্দীপের অর্ডারের সেই চিঠি
অন্যদিকে, হাওড়ার সাঁকরাইলে ভেন্ডর বিপ্লব সিংহর বাড়িতেও তল্লাশি অভিযান চালায় ইডি৷ আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ ও বিপ্লব সিংহকে আগেই ধরেছিল সিবিআই। এছাড়া, বিপ্লব-ঘনিষ্ঠ কৌশিক কোলের বাড়িতেও হানা দেয় ইডি।
উল্লেখ্য, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিপ্লবের বিরুদ্ধে আরজি কর হাসপাতালে টেন্ডারে অনিয়ম থেকে শুরু করে নানারকম আর্থিক সুবিধা পাওয়ার অভিযোগ উঠেছিল৷
সূত্রের খবর, আবার ইডি আধিকারিকরা সন্দীপ ঘোষের বাড়িতে ফিরে আসবেন। কোনও নথিপত্র বা অফিসিয়াল কারণে তারা সিজিও কমপ্লেক্সে ফিরে গিয়েছেন। তবে ফের তাঁরা তল্লাশি চালাতে আসবেন৷