গত চারদিনের টানা বৃষ্টির জেরে জলের তলায় সতীর একান্ন পীঠের অন্যতম কঙ্কালীতলা (Kankali Tala Temple)। জানা গিয়েছে, রবিবার রাত থেকেই মন্দির সংলগ্ন কোপাই নদীর জলস্তর বাড়তে থাকে। জলমগ্ন হয়ে পড়ে তারাপীঠ মহাশ্মশানও। সোমবার মন্দিরের গর্ভগৃহ ডুবে যায়। বন্ধ হয়ে যায় পূজার্চনা। জলমগ্ন মন্দিরে ভক্তদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। মন্দিরের পরিবর্তে শিব মন্দিরে করা হচ্ছে মায়ের আরাধনা।
প্রতিদিনই কঙ্কালীতলা সতীপীঠে (Kankali Tala Temple) বহু ভক্ত পুজো দিতে আসেন। এখন নদীর জলস্তর বৃদ্ধির কারণে মন্দির চত্বরে প্রায় এক বুক সমান জল জমে গিয়েছে। ফলে মন্দিরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। স্থানীয় প্রশাসনের তরফে জল নামানোর চেষ্টা চলছে।
আরও পড়ুন: Kolkata Blast: দিনেদুপুরে কলকাতার ব্যস্ত রোডে পরিত্যক্ত ব্যাগ তুলতেই বিস্ফোরণ! আহত এক
গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বীরভূমের অনেকাংশ বর্তমানে জলের তলায়। বিপদসীমার উপর দিয়ে বইছে কোপাই নদী। পরিস্থিতি স্বাভাবিক না হলে পুজো সংক্রান্ত দৈনন্দিন কাজ কিছুদিনের জন্য স্থগিত রাখা হবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
কী জানিয়েছে আবহাওয়া দফতর?
এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমলেও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূমেও। এমতাবস্থায় আগামী দিনে কী পরিস্থিতি হবে কঙ্কালীতলায় (Kankali Tala Temple), সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।