Sunday, September 8, 2024
Homeরাজ্যআলিপুরদুয়ারDisrespect of Indian National Flag ২৬-এর পতাকা ২৭-এও! জাতীয় পতাকা অবমাননার অভিযোগ...

Disrespect of Indian National Flag ২৬-এর পতাকা ২৭-এও! জাতীয় পতাকা অবমাননার অভিযোগ শিলবাড়িহাটে

অনিসা পোদ্দার, আলিপুরদুয়ার, ইন্ডিয়া নিউজ বাংলা : Disrespect of Indian National Flag প্রজাতন্ত্র দিবসে পরের দিন দুপুর গড়িয়ে গেলেও নামানো হল না ভারতের জাতীয় পতাকা। ২৬ জানুয়ারিতে উত্তোলন করা পতাকা রাত পেরিয়ে উড়ছে ২৭ জানুয়ারিতেও! এবার জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল শিলবাড়িহাট আর আর জুনিয়র বালিকা বিদ্যালয়ের বিরুদ্ধে। স্কুলের গেটে ঝুলছে তালা, শ্রেণিকক্ষ থেকে শুরু করে অফিস রুমগুলি বন্ধ অবস্থায় রয়েছে কিন্তু স্কুলের ভেতর জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় রয়েছে। এ বিষয়ে স্কুলের এক শিক্ষিকাকে ফোন করলে তিনি জানান এই বিষয় তাঁর দায়িত্বে নেই। ইনচার্জ অন্য এক শিক্ষিকা। সেই ইনচার্জকে শত চেষ্টার পরেও যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি।

২৬ জানুয়ারিতে উত্তোলন করা পতাকা রাত পেরিয়ে উড়ছে ২৭ জানুয়ারিতেও Disrespect of Indian National Flag

আরও পড়ুন : Post Poll Violence in Cooch Behar ভোট-পরবর্তী হিংসার অভিযোগে শীতলকুচিতে দুই তৃণমূল নেতাকে আটক করল সিবিআই

বালিকা বিদ্যালয়ের যিনি গ্রুপ-ডি স্টাফ রয়েছেন তাঁর কাছেও নেই বিদ্যালয় চাবি। আর চাবি নাকি রয়েছে এক সবজি বিক্রেতার কাছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, এই বিদ্যালয় সম্বন্ধে যতটা না বলা যায় ততটাই ভালো। যাই বলব না কেন সেটাই লজ্জার হবে। এমনকী জলপাইগুড়ি জেলা থেকে আলিপুরদুয়ার জেলা ২০১৪-তে হয়েছে তাও দীর্ঘ সাত বছর পার হয়ে গেল। এখনও পর্যন্ত স্কুলের সাইনবোর্ড লেখা রয়েছে জেলা জলপাইগুড়ি। স্থানীয়দের অভিযোগ বহু বছর থেকেই এরকমই চলছে স্কুলের কাজ। এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করা হয়েছিল কিন্তু তার কোনও সুরাহা হয়নি। প্রশ্ন হল যে শিক্ষিকাকে ফোন করে জাতীয় পতাকার অবমাননার কথা বলা হল তিনিও কী করে এড়িয়ে গেলেন বিষয়টি। কীভাবে বললেন, এই বিষয় তাঁর দায়িত্বে নেই। তিনি তো শিক্ষিকা। আগামী প্রজন্মই বা কী শিখছে তাঁর থেকে, প্রশ্ন থেকেই যায়।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular