শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : Diamond Harbor Municipality Election রাজ্যের অন্য পুরসভার মতো দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় দুটি প্রার্থী তালিকা প্রকাশ হয় তৃণমূলের। দুটি তালিকা ঘিরে তৈরি হয় সংশয়। কারণ দুটি তালিকায় বেশ কয়েকটি ওয়ার্ডে প্রার্থীদের ভিন্ন নাম রয়েছে। প্রথম তালিকায় থাকা কয়েকজন প্রার্থী বাদ পড়েন দ্বিতীয় তালিকায়। তবে রাজ্য নেতৃত্ব দ্বিতীয় তালিকাকে মান্যতা দিলেও ডায়মন্ড হারবারে দেখা গেল অন্য চিত্র। দলীয় নির্দেশ আসার পর প্রথম তালিকার প্রার্থীদের সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়ে যায়। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে থাকেন দলের প্রার্থীরা। এই যেমন প্রথম তালিকায় ৪ নম্বর ওয়ার্ডে লড়াই করছেন বিদায়ী বোর্ডের প্রশাসক মণ্ডলীর সদস্য রাজর্ষি দাস। তাঁর নাম অবশ্য দ্বিতীয় তালিকায় নেই। তবে তিনি দেওয়াল লিখন ও প্রচার শুরু করেছেন। বাড়ি বাড়ি গিয়ে শুনছেন বাসিন্দাদের বক্তব্য। যদিও এখনও কোনও প্রচারেই নামেননি মান্যতা পাওয়া দ্বিতীয় তালিকার প্রার্থীরা।
দ্বিতীয় তালিকায় নাম নেই, তবুও প্রচারে রাজর্ষি Diamond Harbor Municipality Election
আরও পড়ুন : Sudip Roy Barman joined Congress জল্পনার অবসান ঘটিয়ে ‘হাত’ ধরলেন সুদীপ রায় বর্মন
———–
Published by Subhasish Mandal