Saturday, July 27, 2024
Homeরাজ্যজলপাইগুড়িDharti Mohan Roy left BJP জলপাইগুড়ি বিজেপিতে ভাঙন, দল ছেড়ে তৃণমূলে ধর্তীমোহন

Dharti Mohan Roy left BJP জলপাইগুড়ি বিজেপিতে ভাঙন, দল ছেড়ে তৃণমূলে ধর্তীমোহন

সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা: বিজেপিতে বড়সড় ভাঙন। পৌরসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপি নেতা ধর্তীমোহন রায়। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা রাজনৈতিক মহলে।

Dharti Mohan Roy left BJP জলপাইগুড়ি বিজেপিতে ভাঙন

গত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট না পেয়ে একপ্রকার নিষ্ক্রিয় হয়ে বসেছিলেন ধর্তীমোহন রায়। গত কয়েকমাস ধরে দলের সাথে দূরত্ব তৈরি করে তৃণমূলের সাথে যোগাযোগ রাখছিলেন তিনি। রবিবার বিকেলে তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপের উপস্থিতিতে জলপাইগুড়ি তৃণমূল ভবনে জেলার চেয়ারম্যান খগেশ্বর রায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান তথা বিজেপি নেতা ধর্তীমোহন রায়।

আরও পড়ুন : Speculation in TMC councilor’s Facebook post in Durgapur বিজেপির ফেসবুক গ্রুপে যোগ দেওয়ার আর্জি! তৃণমূল কাউন্সিলারের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা

এদিন তৃণমূলে যোগ দিয়ে ধর্তীবাবু বলেন, ‘আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবার পেছনে অবশ্যই কিছু কারণ ছিল। কিন্তু বিজেপিতে থাকাকালীন আমাকে একপ্রকার নিষ্ক্রিয় করে রাখা ছিল। আমি একপ্রকার গুরুত্বহীন ছিলাম। তাই আমি বিজেপি ছেড়ে আজ ফের তৃণমূলে যোগ দিলাম। ‘

Dharti Mohan Roy left BJP খগেশ্বর রায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিলেন ধর্তীমোহন

ঘটনায় বিজেপির জলপাইগুড়ি জেলা সহ-সভাপতি অলোক চক্রবর্তী টেলিফোনে জানান, ‘ধর্তীমোহনবাবু তৃণমূলে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তাই তিনি বিজেপিতে যোগ দেবার পর আমরা তাঁকে যথেষ্ট গুরুত্ব দিয়ে জেলার সহ-সভাপতি পদে নিয়েছিলাম। কিন্তু ওনার ধারণা ছিল তাঁকে বিজেপি বিধানসভার প্রার্থী হিসেবে টিকিট দেবে। কিন্তু বিজেপি দলে এইভাবে টিকিট দেওয়া হয় না। এরপর টিকিট না পেয়ে একপ্রকার নিষ্ক্রিয় হয়ে বসে গিয়েছিলেন। আমি শুনতে পেলাম আজ তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। তবে তিনি দল ছেড়ে চলে যাওয়ায় দলের কোনও ক্ষতি হবে না। ‘

প্রসঙ্গত উল্লেখ্য গত ২০১৬ বিধানসভা নির্বাচনে ধর্তীমোহন রায় জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়াই করেন। তাঁর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী ছিলেন ডক্টর সুখবিলাস বর্মা। ধর্তীবাবু সুখবিলাস বর্মার কাছে পরাজিত হন। সেইসময় তিনি অভিযোগ তুলেছিলেন তৃণমূলের একাংশ কংগ্রেসের সাথে হাত মিলিয়ে তাঁকে হারিয়েছে। এরপর তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন।

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular